আমাদের কথা খুঁজে নিন

   

রিকসা, রিকসা ড্রাইভার সম্পর্কে আমার মায়ের উপদেশ।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ব্লগ। যদি কোনো জোয়ান আর বয়স্ক রিকসাওয়ালা থাকে তবে সবসময় বয়স্ক রিকসাওয়ালাকেই ভাড়া করবে। হয়তো তোমাকে একটু ধীরে নিয়ে যাবে,কিন্তু বেচারা একটা ভাড়া পাবে। সবাই সহানুভূতি দেখাতে গিয়ে বুড়ো রিকসাওয়ালাকে নেয় না, আবার অনেকে মনে করে বুড়ো ঠিক মতো চালাতে পারবেনা।

ফলে তার দৈনিক আয়টা ঠিকমতো হয়না। যেকোনো রিকসাওয়ালাই হোক উঁচু জায়গা হলে রিকসা থেকে নেমে পড়বে, এতে ওদের কষ্ঠটা কিছুটা হলেও লাঘব হবে। এই রিকসাওয়ালা চলো- বলেই হুট করে ভাড়া ঠিক না করে ওঠে পড়বে না। সবসময় ভাড়া ঠিক করে ওঠবে। এর পর ভাড়া দেয়ার পর যদি মন চায় দুয়েক টাকা বেশি দিও।

কিন্তু একবারেই যদি বেশি টাকা দিয়ে দাও -তবে রিকসাওয়ালা মনে করবে ওটাই ভাড়া। তাই অন্যের কাছেও সে বেশী ভাড়া প্রত্যাশা করবে,যা অন্য যাত্রীর জন্য সমস্যা হবে। রিকসাওয়ালাকে এই মামু যাবা বা ঐ যাবি বলে সম্বোধন করোনা। যদি সমবয়সী হয় তবে বলো - ভাই যাবা, আর বয়স্ক হলো বলো- চাচা যাবেন। রিকসায় বসে ড্রাইভারের সাথে দুনিয়ার গল্প জুড়ে দিওনা।

এতে বেচারার কনসেনট্রেশান নষ্ট হয়। দুজনের বেশী রিকসায় ওঠোনা । যদি রিকসা ধীরে ধীরে চালায় তবে জোরে চালাবার জন্য কখনো তাড়া দিওনা, তবে যদি জোরে চালায় তবে বিনয়ের সাথে ধীরে চালাতে বলো। এটা বলেছিলেন আমার বোনদের- রিকসায় ওড়না, শাড়ীর আঁচল ভালো করে ঘুটিয়ে বসতে। তা না হলে যেকোনো সময় রিকসার টায়ারে পেচিয়ে বিপদ ঘটতে পারে।

জোর করে অথবা ধমক দিয়ে কখনো যেতে বলো না। মানুষ হিসাবেই যথাযথ সম্মান দিবা। শত মানুষের ধমকের মাঝে যদি বেচারা এতটুকু সম্মান পায় তবে সে অনেক খুশী হবে। আরেকটি কথা বলেছিলেন- অল্প দূরত্বের পথ পারলে বেশীর ভাগ হেঁটেই যেও। রিকসা নিওনা।

এ তে তোমার শারীরিক ফিটনেস বাড়বে, মনে প্রশান্তি আসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.