আমাদের কথা খুঁজে নিন

   

রিকসা মেকানিক এবং অস্ত্র ব্যবসায়ীদের গল্প



১> এক রিকসা মেকানিকের ব্যবসায় মন্দা যাচ্ছিলো। তাই সে চিন্তা করলো এমন কিছু করতে হবে যাতে রিকসার চাকা বেশি করে নষ্ট হয় এবং তার কাছে ঠিক করানোর জন্য আসে। যে চিন্তা সে কাজ, নিজের দোকানের কিছুটা আগে রাস্তা অনেক কাঁচের গুড়া ছিটিয়ে দিল। আর এতে করে যেই কোন রিকসা বা সাইকেল যায় তাদের চাকা নষ্ট হয় এবং ঐ মেকানিকের আসে ঠিক করানোর জন্য। আল্টিমেটলি মেকানিকের ব্যবসা রমরমা।



২>একবার ব্লগে একজন ব্লগার লিখেছিল, কম্পিঊটার ভাইরাসের জন্য নাকি আন্টি-ভাইরাস কোম্পানীগুলো নাকি অনেকাংশে দায়ী। তারা নিজেরাও নাকি ভাইরাস এবং আন্টি ভাইরাসের খেলা খেলে। এই তথ্যের সত্যতা কতটুকু আমি জানি না, তবে আমি সম্ভাবনা ঊড়িয়ে দিবো না।

৩> আপনি যদি সর্বোচ্চ অরাজকতা (টেরর) সৃষ্টি করতে চান তবে আপনার প্রয়োজন বিশাল গোলা-বারুদের সম্ভার কিংবা অনেক অ্যাডমিনিসট্রেটিভ পাওয়ার। বর্তমানে এই অস্ত্র সরবরাহের কারা এগিয়ে আছে জানেন? বিশ্ব শান্তির ফেরিওয়ালারাঃ ইউএসএ, ইউকে, ফ্রাস, জার্মানিসহ আরও কিছু দেশ।

এদের মধ্যে বিশ্ব শান্তির মোড়ল ইউএসএ অস্ত্র ব্যবসায় সবচেয়ে এগিয়ে। ২০১২তে শুধু ইউএসএ ৭০০৮০০০০০০০০ টাকার অস্ত্র বিক্রি করে। রাশিয়া করে ৬০০৮০০০০০০০০ টাকার প্রায়। আর এই অস্ত্র সবচেয়ে বেশি ক্রয় করে কে জানেন? ইন্ডিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.