আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ বিভাগ এর লোকসান নিজের জন্যই!!!

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা নিজের লোকসান নিজে করে, তাও জেনে শুনে। তা'হলে তাদেরকে আপনারা কি বলবেন? "Of a total of 34 oil-fired power plants installed in the country, 12 of them, with a combined generating capacity of 591 MW, are currently closed, BPDB data show." "As a consequence, the BPDB is currently paying around Taka 40.32 million/day ($494,723/day) in so-called capacity payments to the 12 plants that are closed for not purchasing electricity as per the agreement." ওপরের দুটি উদ্ধৃতি এইখান থেকে কুইক রেন্টাল পরিধিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩৪ টি কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যক্তি মালিকানায় স্থাপন করে। এর মধ্যে ১২ টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজেই নাকি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু চুক্তি অনুসারে এই ধরনের উৎপাদন কেন্দ্র যদি সরকার বন্ধ করে দেয় তা হলে Capacity Payment এর জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকেই নাকি ক্ষতিপূরন দিতে হবে। সে হিসেবে ১২টি উৎপাদন কেন্দ্র থেকে ৫৯১মেঃ ওয়াঃ যা উৎপাদিত হওয়ার কথা তা না উৎপদান করেই চুক্তির এই শর্ত অনুসারে প্রতিদিন ৪,০৩,২০,০০০/= (অর্থাৎ চার কোটি তিন লক্ষ টাকা পরিশোধ করতে হচ্ছে। এটা সত্যি হয়ে থাকলে, বাহারে দেশ, বাহারে চুক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.