আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন সম্ভব

কেএসআমীন ব্লগ

গত এক বছরে বিদ্যুৎ খাতের কোন উল্লেখযোগ্য উন্নয়ন ঘটাতে পারেনি এই সরকার। চাহিদা দিনকে দিন বাড়ছে। ফলে কোন উন্নয়ন না ঘটানোতে ঘাটতি আরও বাড়বে এই বছর। এই বছর এপ্রিল থেকে অবস্থা কী হবে তা ভাবলে হয়তো গা শিউরে উঠতে পারে। যাক আমরা সে প্রশ্নে যেতে চাই না।

এটা সরকারের দায়িত্ব। সরকারই বুঝবে। সব সরকার এসেই বলে যে বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন সাধন করা নাকি বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এ কথা বলে তারা কোন পদক্ষেপই গ্রহণ করে না। এদেশের মানুষ উপযুক্ত মূল্য দিয়ে বিদ্যুৎ কেনে।

এখানে তো দান খয়রাতি বা ভর্তুকির কোন বিষয় নেই। তারপরও বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয় না কেন সেটাই প্রশ্ন। দেশে প্রাইভেট বিদ্যুতের পথিকৃত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান একবার বলেছিলেন যে বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন সম্ভব। সরকার চাইলেই পারে। সেটা প্রায় ৫ বছর আগের কথা।

তারপরও বিদ্যুৎ সেক্টরে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এক্সপার্টদের মূল্যায়ন করা হয়নি। দেশে বিদ্যুৎ বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দয়াকরে সরকার বাহাদুর ডাকুক। তারাই সহজ ও কার্যকর সমাধান দেবেন। বিদ্যুৎ সচিব আর পিডিবি'র উচ্চ পদস্থ কর্মকর্তারা এর সমাধান করতে পারবে না।

তারা সরকারী কর্মচারী মাত্র। ফাইল সই করা আর বা-হাত লাগানো ছাড়া জীবনে তারা আর কিছু করেনি। এই সরকার যদি অন্ততঃ আরও এক বছর ক্ষমতায় থাকে আর প্রাইভেট সেক্টরকে সত্যিকার অর্থে এগিয়ে আসতে বলেন এই সেক্টরে, তবে অভূতপূর্ব সাড়া পাওয়া সম্ভব এক বছরেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.