আমাদের কথা খুঁজে নিন

   

'বিদ্যুতের জন্য বিক্ষোভ হতেই পারে' বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু / পানি-বিদ্যুৎ নিয়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ



ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য গত ৭ বছরের শাসকদের দায়ী করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন না বাড়াই এর প্রধান কারণ। এ পরিস্থিতিতে ইচ্ছা থাকলেও সংকট উত্তরণে সরকার কিছু করতে পারছে না। প্রতিমন্ত্রী বলেন, "আমরা সেভাবে বিদ্যুৎ দিতে পারছি না। এজন্য বিক্ষোভ হতেই পারে। জনগণ এর কারণ জানে।

গত সাত বছরে বিদ্যুৎ উপাৎদন বাড়েনি। আমার কাছে চাইলেও তাই দিতে পারছি না। " তবে সেচের মৌসুম শেষে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে হতাশ বা আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে শামসুল হক টুকু বলেন, "নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আলোচনা চলছে। সময় মতো উৎপাদন শুরু হলে দুর্ভোগ কমে আসবে।

" বর্তমান সংকটকে সাময়িক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "ঘূর্ণিঝড়, টর্নেডো এলে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তেমনি এ বিদ্যুতের ব্যাপারে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। " পানি-বিদ্যুৎ নিয়ে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: তানজিম চলমান পানি-বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করবে সরকার। বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ একথা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বর্তমান বিদ্যুৎ ও পানি সংকটে ইন্ধন যুগিয়ে কোন সুযোগসন্ধানী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।

" প্রতিমন্ত্রী বলেন, "বিগত চারদলীয় জোট সরকার বিদ্যুৎ খাতে লুটপাট চালিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ জন্য আজকে বিদ্যুৎ ও পানির অভাবে জনগণকে কষ্ট করতে হচ্ছে। " তিনি বলেন, "বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো জনগণের সম্পত্তি। এগুলো রক্ষা করার দায়িত্ব সরকারের পাশাপাশি জনগণেরও। আমি আশা করছি, জনগণের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও পানির সংকট কেটে যাবে।

" এক প্রশ্নের জবাবে তানজিম আহমেদ বলেন, "আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়িটি দ্রুত ছেড়ে দিতে অনুরোধ করব। কারণ তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং অতীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার স্থানে আমি হলে অনেক আগেই বাড়িটি ছেড়ে দিতাম। " সরকারের অনেক মন্ত্রী সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) 'পেইড এজেন্ট'- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের এমন অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "যে কোন ব্যক্তিরই মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমরা সবাই তা করতে পারি।

কিন্তু সেটাই যে সত্যি হবে আমরা তা মনে করি না। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.