আমাদের কথা খুঁজে নিন

   

পিরামিড দেখে এলাম

মিশরের গীজায় অবস্থিত পিরামিড দেখে এলাম আজ । অভূতপূর্ব বললেও কম বলা হয়। সত্যি অসাধারণ অনুভুতি। ঘন্টাখানেক দেখার পর উত্সাহ হারিয়ে গেল। কিছু টিপস: সাদা taxi তে যাবেন, মিটার ব্যবহার করতে বলবেন, সকালে যাওয়া ভালো হবে, বিকেল পাচটা পর্যন্ত খোলা থাকে, প্রবেশ মুল্য ৬০ পাউন্ড। দেড়শ পাউন্ড খরচ হবে সব মিলিয়ে । হোটেলের সাহায্য নিয়ে যাবেন না, গাইড নিবেন না, উটের পিঠে চড়বেন হিসেব করে, দালালরা জালিয়ে মারবে, ভালো হয় মিষ্টি কথা বলে ওদের এড়িয়ে চলতে, একা ভ্রমন না করাই ভালো । হেটে হেটে ঘুরে দেখতে ঘন্টা খানেক সময় লাগবে । কায়রোতে ঢাকার মত ট্রাফিক জ্যাম, দেরী করে বেরুলে ফিরতে দেরী হবে । [img|http://media.somewhereinblog.net/images/thumbs/re

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।