আমাদের কথা খুঁজে নিন

   

পিরামিড স্কিম এবং এম,এল,এম

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! অনেকের মধ্যেই পিরামিড স্কিম এবং এম,এল,এম দুটো বিষয় নিয়ে মারাত্মক কনফিউশন আছে.....!!! আসলে পিরামিড স্কিম এবং এম,এল,এম দুটো বিষয় নিয়েই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনি নেট সার্চ করে একটু জেনে নিলে অনেক তথ্য পাবেন। তবে খুব সংক্ষেপে যদি বলি- পিরামিড স্কিম এবং এম,এল,এম এর মধ্যে প্রধান তফাত হচ্ছে- পিরামিড স্কিম এক প্রকার জুয়া খেলা যখানে বিনিময় মূল্য সম্পন্ন কোন পণ্য থাকে না। সেখানে কেবল মাত্র টাকার বিনিময়ে কাগজ (দলিল) বিক্রি হয়। আর স্বভাবতই এখানে "শেষ ব্যক্তি"টি ক্ষতিগ্রস্থ হয়! তাই এটি বিশ্বজুড়ে অবৈধ এবং একটি জুয়া হিসেবেই স্বীকৃত! অপর দিকে এম,এল,এম-এ অবশ্যই বিনিময় মূল্য সম্পন্ন কোন পণ্য বা সেবা থাকে।

যেহুতু গ্রাহক টাকার বিনিময়ে পণ্য, সেবা বা কোন প্রকার বিনিময় পায় কাজেই এখানে "শেষ ব্যক্তি" বলে কছু নেই; সুতরাং ক্ষতিগ্রস্থ হবারও কোন প্রশ্নই আসে না! বস্তুত এটি মার্কেটং এর একটি আধুনিক পদ্ধতি ছাড়া আর কিছু নয়। আর তাই বিশ্বজুড়ে এম,এল,এম বৈধ একটি ব্যবসা পদ্ধতি হিসেবেই স্বীকৃত! এখন আসুন দেখি ডেসটিনি পিরামিড স্কিম নাকি এম,এল,এম। ডেসটিনির প্রায় শতাধিক রকমের ব্যবহার্য্য পণ্য আছে। যেগুলোর অবশ্যই একটি নির্ধারিত বাজার মূল্য আছে। (অনেকের কাছে এগুলো "দাম বেশি" মনে হলেও আসলে এসব পণ্যগুলো বস্তুতই অনেক উচ্চ মূল্যের) আপনি টাকার বিনিময়ে প্রথমতঃ একটি পণ্য (বা সেবা) পাবেন।

সুতরাং প্রথম দফাতেই আপনার টাকা ওসুল হয়ে যাচ্ছে; তাই ক্ষতিগ্রস্থ হবারও কোন প্রশ্নই আসে না! এর পরে আপনার জন্য সুযোগ হচ্ছে- ঐ পণ্যটি যদি আপনার ভাল লাগে আর সেজন্য যদি আপনি উক্ত পণ্যটি বা এই কোম্পানির অন্য যে কোন পণ্য আবার নিজে ক্রয় করেন বা অন্য কাউকে ক্রয় করতে উৎসাহিত করেন তাহলে আপনাকে ঐ পণ্য বিক্রির লভ্যাংশের একটি অংশ দেয়া হবে (যা আপনার জন্য অতিরিক্ত বোনাস! যেমন অনেক টিভি ফ্রিজ বিক্রেতা একটার সাথে আরেকটা ফ্রি বা বিশেষ বিশেষ উপলক্ষ্যে ছাড়/ডিসকাউন্ট অন্যান্য সুবিধা দেয়!) আপনি এই কাজটি না করতে পারলে বা না করতে চাইলেও আপনার কোন ক্ষতি নেই! আবার কোন কোন ক্ষেত্রে ডেসটিনি এর অন্য সহযোগী কোম্পানিগুলোর (যেমন মাল্টি পারপাস, ট্রি প্ল্যান্টেশন ইত্যাদির) পণ্য (যেমন শেয়ার, ট্রি বা টাওয়ার প্যাকেজ) বিক্রি করে দেয়। (এখানে উল্লেখ্য যে- অনেকেই ডেসটিনির সকল সিস্টার কন্সার্ন বা গ্রুপটাকে একটা কোম্পানি ভেবে গুলিয়ে ফেলেন! আসলে ডেসটিনি ২০০০লিঃ, ট্রি প্ল্যান্টেশন, মাল্টি পারপাস প্রতিটি আলাদা ধরনের কোম্পানি এং তাদের কার্যক্রমও আলাদা!) আর সেক্ষেত্রে উক্ত কোম্পানি (মাল্টি পারপাস বা ট্রি প্ল্যান্টেশন) ঐ বিনিয়োগকৃত টাকার বিপরীতে প্রদত্ত শর্ত অনুসারে লভ্যাংশ দেয়। (যেমনঃ প্রতি বছর মাল্টি পারপাস -এর শেয়ার হোল্ডারগণ নিয়মিত তাদের লভ্যাংশ পেয়েছেন। আর এজন্যই সকল বিনিয়োগকারী দাবি করেছেন- "আমরা প্রতারিত নই"!) কাজেই এক্ষেত্রেও কারও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না! আমার উপরোক্ত আলোচনায় আশা করি ব্যপারটি পরিষ্কার হয়েছে যে ডেসটিনি ২০০০লিঃ একটি এম,এল,এম কোম্পানি যা এম,এল,এম-এর সকল বৈধ নিয়ম কানুন মেনেই তার নিজস্ব (বা আমদানিকৃত) পণ্য ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর পণ্য (বা সেবা) বিক্রি করছে। কাজেই এটিতে কোন মানুষকে প্রতারিত করার সুযোগ নেই এবং কেউ প্রতারিত হয়ও নি।

(ব্যক্তিগত ভাবে কেউ কারো টাকা মেরে দিলে সেটা আলাদা কথা!) তারপরেও কারো মনে আরো কোন প্রশ্ন থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আপনাদের গঠনমূলক প্রশ্নের জবাব দেয়ার যথাসাধ্য চেষ্টা আমি করব! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।