আমাদের কথা খুঁজে নিন

   

পিরামিড

Engineer Ashikujjaman Ashik  ফারাও রাজাদের সমাধির ওপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড নামে পরিচিত। মিসরে ছোট-বড় প্রায় ১৩৫টি পিরামিড আছে।  মিসরে সবচেয়ে বড় আর আকর্ষণীয় হচ্ছে গ্রেড পিরামিড অব গিজা, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিষ্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে।  গিজার পিরামিডের উচ্চতা প্রায় ৪৮১ ফুট।

এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল প্রায় এক লাখ।  পিরামিড বানাতে ব্যবহূত একেকটি পাইলের দৈর্ঘ্য প্রায় ৫০ ফুট।  মিসরে বেশির ভাগ পিরামিডই নীল নদের পশ্চিম দিকে অবস্থিত। মৃত্যুর পর ফারাওদের বেশির ভাগ আত্মীয়দেরই বড় পিরামিডসংলগ্ন ছোট সমতল পিরামিডগুলোতে দাফন করা হয়েছে।  একেকটি পিরামিড তৈরি করতে দুই থেকে ৩০ টন ওজনের প্রায় ২০ থেকে ২৩ লাখ পাথরের ব্লক ব্যবহূত হয়েছে।

 পিরামিড বানাতে দুই ধরনের চুনাপাথর ব্যবহার করা হয়েছে।  ১৮৮৯ সালে আইফেল টাওয়ার বানানোর আগে গ্রেট পিরামিড অব গিজাই ছিল বিশ্বের সর্বোচ্চ স্থাপনা।  মিসর ছাড়া অন্যান্য দেশে যেমন সুদান, নাইজেরিয়া, গ্রিস, স্পেন, চীনেও কিছু ছোটখাটো পিরামিড আছে। মুল খবর:http://www.prothom-alo.com/detail/date/2011-07-16/news/170577 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।