আমি জাতির আধার রাতের আলো... সামনে আসছে শব-ই-বরাত.....এর পরই রমাদ্বান + ঈদ। আল্লাহ পাক ঈদ দিয়েছেন খুশি প্রকাশ করার জন্য। এই খুশির ধরন কেমন হবে, কিভাবে খুশি প্রকাশ করতে হবে অর্থাৎ ঈদের দিনটি কিভাবে কাটাতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন এবং সে মুবারক দিক নির্দেশনা আছে নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জীবনী মুবারকে। যারা নিজেকে মুসলমান বলে দাবী করে তাদেরকে সেই মুবারক দিক নির্দেশনা অনুসরন করে শরীয়ত সম্মত উপায়ে ঈদ উদযাপন করা উচিত, হারাম উপায়ে নয়। কিন্তু বর্তমানে দেখা যায় মুসলিম অধ্যুষিত এ দেশের অধিকাংশ মুসলমান হারাম গানবাজনা, টিভি সিনেমা, বেপর্দা হয়ে ঘোরা ফেরা করে তথা সম্পূর্ন হারামে মশগুল থেকে ঈদ এর মতো গুর”ত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও ফযিলতপূর্ণ দিনটি অতিবাহিত করে। এমনকি অনেক পুর”ষ ঈদের নামাযও পড়ার ব্যাপারে উদাসীন। আর এদেশের হারাম টিভি চ্যানেল গুলোও বাহারী রকম প্রোগ্রামে প্রতিযোগীতায় লিপ্ত হয়। এ ব্যাপারে সরকারের উচিত ইলেক্ট্রনিক মিডিয়াগুলোর হারাম প্রতিযোগীতা বন্ধ করা এবং মুসলমানদেরও উচিত এ বিষয়ে চিন্তা ফিকির করা। যেহেতু ঈদ আল্লাহ পাক দিয়েছেন মুসলমানদের জন্য সূতরাং ঈদের দিনটি অতিবাহিত করা উচিত সেভাবে, যেভাবে করলে আল্লাহ পাক খুশি হবেন ঠিক সেভাবেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।