জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। স্বপ্ন ছিল সুখী হবার, তাই সুখী হতে বসে ছিলাম। সুখ না এসে দু:খ এলো, আর পারি না সইতে ব্যথা। সত্য আশার ছল করে সে- এসে আমায় কষ্ট দিলো, অনেক আশার বুক ভেঙ্গে যায় ভ্রান্ত আশার ছলনাতে। আর দেখি না স্বপ্ন আমি, স্বপ্ন ছাড়া আজ ভালোই আছি, আর চাই না আশার বাণী, আশার ভেতর বাস করে আজ ভ্রান্তি ছাড়া আর কিছু না। মিথ্য আশার ছলনাতে অনেক হলো নষ্ট সময়, আশা-নিরাশার দোলাচলে আর যাব না এখান আমি। ভ্রান্তি এসে আর কখনো ভুলিয়ে দিতে পারবে না যে- 'আশার ভেতর কষ্ট অনেক'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।