আমাদের কথা খুঁজে নিন

   

বোধোদয়

ৃবিকটজত চ্হজহদজদজবদ ব্লগে আমি নিয়মিত না। যা লিখি তা সমসাময়িক পোষ্টের পরিপ্রেক্ষিতে আর হালকা রসিকতাপূর্ণ। কারো প্রতি আমার কোন ব্যক্তিগত বিদ্বেষ, ঘৃণা বা ক্ষোভ নেই। যেহেতু ব্লগে আমি নিয়মিত না, তাই সবার পোষ্টকেই সাময়িক ব্যক্তিগত মত প্রকাশ বলে মনে করতাম। নাস্তিক দাবীকারীদের অনেকের ধর্মবিরোধী পোষ্টগুলাকেও ভাবতাম সাময়িক ব্যক্তিগত মত প্রকাশ হিসাবেই।

পরে আস্তে আস্তে পরিস্কার হয় ধর্মবিরোধী পোষ্টগুলা হয় শুধু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মকে আক্রমণ করে এবং একই ধরনের পোষ্ট ক্রমাগত বিভিন্নজনের মাধ্যমে প্রকাশ করা হয়, যেগুলাকে সাময়িক ব্যক্তিগত মত প্রকাশ (বিচ্ছিন্ন চিন্তা) হিসাবে ভাবতে কষ্ট হয়। কাকতালীয়ভাবে হিট ও হয় পোষ্ট , যেমন আজকেও একজন দিয়েছে এধরনের পোষ্ট। এ ধরনের পোষ্ট দেখতে দেখতে এখন এসব পোষ্টের সবকিছুকেই বানোয়াট/প্রোপাগান্ডা মনে হয়, এদের কোনকিছুই বিশ্বাস করি না। এখনও এতটা বোধ/বিবেকহীন হই নাই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের আবহে বেড়ে ওঠা সেই মহান ধর্মকে অস্বীকার করব। ঐসব পোষ্ট আমার মধ্যে বরং সেই মহান ধর্ম ও তার মহান প্রচারক এর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা বাড়িয়ে তুলছে।

আমি সবাইকে ভালবাসতে চাই নিঃস্বার্থ ভাবে। উপরোক্ত কথাগুলা আমার বোধোদয়মুলক আত্মকথন, দয়া করে অন্যভাবে নিবেন না আশা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।