তাহমিদুর রহমান
আজকাল প্রায়ই দেহমন অবসন্ন হয়ে পড়ে
প্রায়ই মুখ থেকে বের হয়ে পড়ে “ধুত্তুর”।
মেঘে ঢাকা আকাশে, সবই যেন বিপ্রতীপ
নড়ন পাই না এই বিপ্রযুক্ত হৃদয়ে।
নিশ্চল আত্নায়, ফটকের পিছনে আমার অবস্থান।
পুরনো ঐতিহ্য স্মরন করে মনে হয়
হারিয়ে গেছে সেই সব পরন্তপ
সবাই হয়ে গেছে পরছিদ্রান্বেষী
আজ আর বিস্ময় ছড়ায় না পরভাতের রবি
নিঃসঙ্গ, অসমক্ষিত জীবন
আজ হয়ে গেছে পরগাছা বিশেষ।
নিস্পৃশ্যরা কখনো কিছুই ঠিক করে না
তারা শুধুই অন্যের দিকে তাকিয়ে থাকে
শুনে যায় শুধু ভারি বুটের আওয়াজ।
আজ নিজেকে খুব নিস্পৃশ্য মনে হয়
নির্জীব কুয়াশাভরা দিনে, ভারাক্রান্ত মনে
অশরীরী কিছু শব্দ বুকে নিয়ে
একদিন সত্যিই নির্বাসনে যাব।
হব শুধুই প্রকৃতির কোতয়াল।
ঘরের ভিতর কোথায় তক্ষক ডেকে উঠে
গুনে গুনে ঘড়ির মত ষাটবার
কারো কাছে ক্ষমা চাইতে ইচ্ছা হয়
জীবনের মর্ম আজ বুঝে গিয়েছি।
দুঃখ কষ্টকে বিস্মৃতি করে ফেলেও
আমি নিজের ভুল বুঝতে পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।