আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বোধোদয় আর কবে হবে ??

সৃষ্টির আদিকাল থেকেই মানুষের প্রধান মৌলিক চাহিদা ছিল খাবার। যখন ই খাবার এর অভাব টা মিটে গেল অর্থাৎ ভালোভাবে কিছু মানুষ খেতে পড়তে পারলো তখন ই সে অনুভব করে যৌনতা ....অবশেষে তাও মিটে গেলে কিংবা সহজ লভভ্য হয়ে গেলে তার প্রধান উপভোগ্য এবং মনোযোগের বিষয় হয়ে ওঠে সমাজ-পরিচর্যা , সমাজ সংস্কার, সমাজ নিয়ন্ত্রণ তথা মনুস্স্য সম্প্রদায় এর উপর আধিপত্য অথবা আজকের দিনের ভাষায় বলতে পারেন রাজনীতি। এভাবে ধীরে ধীরে উত্থান হয় এক বেনিয়া রাজনীতিবিদের। আবার কিছু মানুষ রক্তের স্রোতে অনুভব করেন রাজনীতি। তাদের চাল নেই চুলা নেই, কিন্তু রাজনীতির প্রতি ভালোবাসা অপরিসীম।

অথবা হয়ত চালচুলা আছে, চেষ্টা করলে সামনে উজ্জল ভবিষ্যত আছে, তবুও তারা রাজনীতির নাড়ির টানে ঘর ছাড়েন। ভোগ তাদের একচুল ও টলায় না। দ্বিতীয় ক্যাটাগরীর মানুষ আজ প্রায় বিরল প্রজাতি। এখন বলেন, প্রথম ক্যাটাগরীর মানুষ কি রাজনীতি করবে? কি জনসেবা করবে? এরা তো বিনোদনের একটা উপায় হিসেবে যেমন অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন কথাবার্তা বলে লোক হাসানো এবং নিজে হাস্যস্পদ হতে বিরাট আনন্দ পান। যেকোনো ইসুতে এক্কেবারে উদ্ভট এবং বানোয়াট কথা বলতে এইগুলার জুড়ি নেই।

আমি কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি না কারণ তারা সবাই সমান। সবাই ক্ষমতায় এলেই মনে করেন নিজের বাপের মূলুক শাসন করতে এসেছেন । তবে ইদানিং কোনো একটা বড় ঘটনার পর ই সরকারদলীয় বিভিন্ন মন্ত্রী-আমলা কে বিভিন্ন কৌতুক বলতে শোনা যাচ্ছে। যেমন বিশ্বজিত এর ব্যাপারে গত কয়েকদিন ধরে মন্ত্রীর আজগুবি লেকচার। খুব ই বিরক্ত লাগে এসব শুনতে।

এদের চেয়ে আমরা সরকার কে যে ট্যাক্স এর টাকা দিচ্ছি তা G4S কে দিলে বোধহয় ওরা আমাদের খুব ই ভালোভাবে জানমালের নিরাপত্তা দিত। আমি একজন সাধারণ মানুষ ...আমি তোমাকে ট্যাক্স দিচ্ছি ...আমার নাগরিক অধিকার গুলো পূরণ করার জন্য। তোমাকে ট্যাক্স দিতে চাইনি, তুমি নির্বাচনের আগে আমার পা ধরে ভোট ভিক্ষা চাইলে তাই তোমাকে আমি আমার সেবা করার একটা সুযোগ দিয়েছি মাত্র ... আমাকে পিটিয়ে কিংবা কুপিয়ে মারার জন্য আমি তোমাকে টাকা দেইনা, আমার সেবা করার জন্য টাকা দেই । কথাটা ভুলে যেওনা। নইলে পরের নির্বাচনের আগে আমার পা ধরে ভোট চাইতে এলে লাথি মেরে ঘর থেকে বের করে দেব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।