আমাদের কথা খুঁজে নিন

   

বোধোদয়

আজকে অবশেষে- হল বোধোদয়, ভুল করিনি তোমায় ভালবেসে। পাইনি কিছুই, দিয়ে এলাম হৃদয় উজাড় করে! ভুল করেও দাওনি কিছুই তুমি মোরে! এমন ধারণায়- কতবার পুড়ে হয়েছি ছাই, অসীম যাতনায়। আজ বিশ্বাসের পথ পেড়িয়ে বুঝেছি শেষে যা দিয়েছি, পেয়েছি অধিক তোমায় ভালবেসে। হাসতে হয়ত পারনি‘ক তুমি, ভুবন ভোলানো হাসি আমার কারণে তোমার চোখ জলে হয়েছে বাসি। বুঝিনি তবুও, ও অশ্রৃ ফোটার মূল্য কত? বেহিসেবী আমি কাদিয়েছি তোমায় শত! সমপরিমাণ কাদাওনি মোরে কভু এসে ঋণী হয়ে গেছি ক্রমশ তোমায় ভালবেসে।

অহর্নিশ সব জ্বালাতন সয়েছ হাসিমুখে তার একফোটা জ্বালা দাওনিক এ বুকে- আঘাত না করে আঘাতে গেছো ভেসে, বন্ধু তোমায় তবু পেয়েছি, তোমায় ভালবেসে। আধারেতে আমায় নিয়েছো আলোর পথে দুখের দিনে সযতনে রেখেছ সুখের রথে। চেয়েছি তবু তোমা সব, একা আমি ঈর্ষায় জ্বলেছি, যখন আড়াল হয়েছ তুমি। আজ দেখি মম বন্ধুত্ব বড় বেমানান, তব বন্ধুত্বের পাশে- বন্ধু করে পেয়েছি তোমায় তবু, তোমায় ভালবেসে। কত কি দিয়েছি হাসি গান মালা জুড়িয়েছি কত বুকের জ্বালা, শুধু দেখিনিক এর বিপরীত।

আমা প্রয়োজনে তুমি বিকিয়েছ কত ক্ষণ কতবার দহনে পুড়িয়েছ মন, পুড়েছ ভিজেছ রোদ জ্বলে, সয়েছ মাঘের শীত হেসে! দিয়েছ শুধুই, নিয়েছি কেবল তোমায় ভালবেসে। পেয়েছি তোমায় শতগুণ ক্ষুদ্র আমায় দিয়ে ধ্বংস চূড়ায় বসে প্রিয়ে- জেনেছি আমি কত দেনা তোমা কাছে! মিথ্যে এ ভুল নিয়ে গেছে মোরে চুড়ান্ত সর্বনাশে- তৃুমিই বিজয়িনী! আমি দীননাথ! তোমায় ভালবেসে। -ঢাকা,২৫.১১.২০০৮ইং । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।