আমাদের কথা খুঁজে নিন

   

বোধোদয়

মুহসিন আব্দুল্লাহ

বোধোদয় মুহসিন আব্দুল্লাহ বেঘোরে পড়েছি মারা হাঁটতে গিয়ে ঘোরেল পথে জাটকা ইলিশের মত পড়েছি আটকা অদৃশ্য ফাঁদে শঠের মত ঢুকতে গিয়ে পরের মঠে। হাতে নাতে পেয়েছি ফলাফল, ফাটিয়েছি গলাখানি চরম আর্তনাদে। করেছিনু শুরু তাহা যাহা শিখিয়েছিলেন গুরু প্রথম প্রথম বুকটা যেন কেঁপেছিল দুরুদুরু অবশেষে হায় কী যে হলো সামান্য এক ভুলে ঠ্যাং হাত আর পিঠের চামড়া উঠে গেলো সুদে-মূলে। ভেবেছিনু ভাই সবাই বোকা আমিই শুধু চতুর সেই ভুলেতেই ধনে মানে হয়ে গেনু ফতুর কলমেরও মলম আছে বুঝিনু অবশেষে ততণে পড়েছি মারা পিটুনিতে আর কেশে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।