আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের নিক-২

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

আপনাদের নিক নিয়ে প্রতিশ্রুত দ্বিতীয় ভুয়া কবিতাটি লিখলাম। "নামহীনা" "অপ্‌সরা" "এলোমেলো মনে" "সন্ধ্যাগীত" গায় "বাউলিয়া মন" তার "অদ্ভুতুড়ে" "উদাসী স্বপ্ন" দেখে। "নিল আকাশের দুঃখে" "মুসাফির" "মেঘদূত" "বিদ্রোহী রণ ক্লান্ত", "দিকভ্রান্ত" । "আকাশ অম্বরে" তখন "কোজাগরী চাঁদ" আর "কালপুরুষ" "তারার হাসি", "শূন্য আরণ্যক" "সাগরে", "ছানাপোনা" সহ "পানকৌড়ি" ভাসছিল। "আমি ও আমরা" "জানতে চাই ও জানাতে চাই" এবং "ভেবে ভেবে বলি" "বাউলিয়া মনে","সাদা কালো এবং ধূসর" জীবনে "এখন ও বৃষ্টি ভালবাসি"। "লেখাজোকা" "অক্ষর" নিয়ে "ছন্নছাড়া" "পাগলা" "একজন সুখীমানুষের" "অসমাপ্ত-মহাকাব্যে" "একলব্যের পুনর্জন্ম" ঘটে। "সোজা কথা" "লাল দরজার" পিছনে "অন্য কেউ" যেন "ভিয়েনাস" "প‌্যানুয়েল প্রিন্স", যেন "সাগর ঢাকা" "পাথুরে" "হিমালয়" "সীমান্তে" "শতরুপা" "ফেরারী পাখি"। "আকাশ_পাগলা" "নিশাচর" "যাযাবর" "সাদাচোখের মানুষ" গুলো তাই "লংকার রাজা" "অগ্নি" তারা, "হট্টগোলে" "আগলি" "বিবেক হীন" "এরশাদ" "শয়তান হন্তারক", "মৃন্ময়" "ভাস্কর"। এর "সুফল_আমার নামে" "শাওন" রাতে "পিয়াল" বনে "প্রিয়" "সুদীপ" জ্বলে, "স্বপ্নপূরনে" তাই "মোনালিসা" আর "লাশ" হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.