সামহয়্যারইন এর বাংলা ব্লগ দিবসের আড্ডাতে যাওয়া হয়নি, তাই মনে একটু খেদ ছিল! কিন্তু সিনেমাখোরদের আড্ডাতে গিয়ে সে খেদটা আর নেই!
অনেক প্রিয় ব্লগারদের ই সেখানে পেয়ে গিয়েছিলাম। গত ক’দিন ব্যস্ত থাকার কারনে আপলোড করা হচ্ছিল না। আজ শুক্রবার, তাই সুযোগ পেয়ে সামহয়্যারইন এর সিনেমাড্ডাতে আসা সকল ব্লগারদের ছবি এক এক করে আপলোড করলাম!
আড্ডার পূর্ব নির্ধারিত স্থান টিএসসি ছিল, ওখানে গিয়ে প্রিয় ব্লগার পুশকিন ভাইয়ের সাথে যোগাযোগ হল প্রথমে। টিএসসি’র চত্বরে কিছুক্ষন বিভিন্ন ব্লগারদের সাথে পরিচিত হলাম, কিন্তু ওখানে ম্যানেজমেন্টের স্টুডেন্টদের নিজস্ব প্রোগ্রাম থাকায় আমরা মুভ করি সোহরাওয়ার্দি উদ্যানে। প্রায় ৩/৪ জায়গা থেকে উঠে অবশেষে আমরা সবাই বসলাম ছবির হাঁটে।
এর ই মাঝে হঠাত পুশকিন ভাই মোস্তফা সরওয়ার ফারুকী কে নিয়ে হাজির। শুরু হয়ে গেল তার সাথে ব্লগারদের ফটোসেশন!
কিন্তু তারচেয়েও বড় সারপ্রাইজ ছিল সন্ধার পর!
সে কথাই পরে আসছি...
এবার ই সবার সাথে প্রথম দেখা হল, তাই ঠিক সেভাবে মিশতে পারছিলাম না। সেটা পুশকিন ভাই এবং নাফিজ ভাইয়ের নজর এড়ায়নি! উনারা দুজন এক এক করে বিভিন্ন ব্লগারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। অবাক হচ্ছিলাম প্রিয় ব্লগারদের এত কাছে পেয়ে! সে এক অদ্ভুত অনুভূতি!
এক পর্যায়ে পরিচিত হলাম ছাইরাস হেলাল ভাইয়ের সাথে। কথা প্রসঙ্গে যখন জানলাম তিনি বরিশাল থেকে এসেছেন, বোকার মত প্রশ্ন করে বসলামঃ শুধুমাত্র আড্ডাতে যোগদানের উদ্দেশ্যেই এতদুর থেকে এসেছেন!
উনি হেঁসে ফেললেন।
বললেন, দূরত্ব টাই বড় হল! এদের সাথে আমার আত্নার যে বন্ধন, এত মানুষের সাথে যে সম্পর্ক-না আসলে সেটা কোত্থেকে পাবো!
তখন ই মনে হল, আজকের আড্ডাতে আসা সার্থক!
হল ও তাই!
পরিচয় পর্ব শুরু হবার আগে থেকে সবাই যেভাবে মজা করছিলেন একে অন্যের সাথে! মনেই হচ্চিল না আজ ই প্রথম পরিচয় হচ্ছে। মনে হচ্ছিল যেন কতদিনের চেনা! আমরা সবাই ব্লগার এই পরিচয় ছাপিয়ে সেদিন আমরা হয়ে উঠেছিলাম একে অন্যের সুহৃদ!
আমাদের আড্ডাতে শুধু ব্লগার ই নয়, সাধারণ মানুষদের ও অংশগ্রহন ছিল চোখে পড়ার মত!
ছবির হাঁটে পরিচয় পর্ব, সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল।
সন্ধ্যার পর আমরা সবাই মিলে গেলাম পিঠা খেতে।
দিনের বেলায় তিনি লোকসম্মুখে আসেন নি। আমরা সবাই পিঠা খাচ্ছি এমন সময় তিনি তার উপস্থিতি জানান দিলেন!
বোঝা গেল দুর্যোধন ও মানুষ! পিঠার প্রতি লোভ তার ও আছে!
তাকে পেয়ে ব্লগার রা ঘিরে ধরলেন তাকে।
এত মানুষের ভিড় দেখে আর যেতে সাহস পাইনি, তবে চিপা থেকে তার চাঁদমুখের একখান ফটুক তুলে রাখছি!
পাবলিক চাইলে আপলোড দিবো!
*টিএসসি তে জমায়েত
*একে একে ব্লগার রা আসছেন, তাই শেষবারের মত চুলে হাত চালিয়ে তৈরি হচ্ছেন!
*সোহরাওয়ার্দীতে যাবার পথে ব্লগারদের খুনসুটি!
*ফটোগ্রাফারদের ক্যামেরা ও থেমে নেই, চলছে ফটোসেশন...
*ছবির হাঁটে আমাদের জমায়েত। ভাল করে দেইখা রাখেন, পরে কইবেন আমার ছবি কই! ওসব চলবোনা!
*নায়ক কে সিনেমার স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছেন পরিচালক!
*ব্লগারদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আড্ডার সঞ্চালক ছাইরাস হেলাল ভাই।
*ইনি একজন রাজনীতিবীদ! এত মানুষের জমায়েত দেখে চামে ভোট চাইতে আসছিলেন!
*ব্লগের বিখ্যাত মুভি নির্মাতার ভিডিওধারণ চলছে...
*আজকের মুভির প্লট নিয়ে চিন্তায় মগ্ন...
*দেখো! সোহরাওয়ার্দীর চিপাই থেইকা কি ভিডু করছি!
*ব্লগারদের পাশাপাশি সাধারণ মানুষদের অংশগ্রহন ও ছিল চোখে পড়ার মত!
*সে যে কেন এলোনা, কিছু ভাল লাগেনা... (কোলের কাছে চিঠি লেইখা রেডি ও করে রাখা আছে!)
*আড্ডায় হাঁসি-আনন্দ সব ই ছিল। এমন হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত আড্ডায় আবারো যেতে মন চায়!
*জলের মানুষ! তবে আজকাল ইনারে ডাঙাতেই বেশি দেখা যায়!
*চিনে রাখুন! ইনি মাল্টি ট্যালেন্টেড! ব্লগিং এর পাশাপাশি আরো অনেক কিছুই পারেন!
*নাম কওন যাইবোনা!
*সিনেমাড্ডার তিন নায়ক!
*জ্বালাময়ী বক্তৃতা!
*অনেকক্ষন অপেক্ষার পর অবশেষে শিপু ভাইয়ের লুলীয় চেহারা ধরা পড়লো আমার ক্যামেরায়!
কার উদ্দেশ্যে এই লুলীয় ভঙ্গী-জাতি জানতে চায়!
*সুবোধ বালক!
*আইজ ক্লুজাপ দিয়া দাঁত মাজছি! হুহ!!
*চলছে মুভিখোরদের মুভির আদান-প্রদান...
*এ কোন চিপায় আইসা পড়লাম রে আল্লাহ! সামনে শুধু আন্ধার দেহি, টয়লেট তো দেহি না!
*বাংলা সিনেমার সব হিরুরা একসাথে!
*বিশ্বাস হয় হয় না? আমি ই দুর্যোধন!
***সময়াভাবে বেশি ফটো আপলোড করতে পারলাম না। তবে আরো ব্লগারদের ছবি নিয়ে আপডেট হবে ইনশাল্লাহ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।