ভোরের তারা হয়ে একাকি পথ খুজি
জনারন্যে নিঃসঙ্গ পথিক আমি, সুদীপ্ত এস্কিমোর মত
সাঁঝবাতি'র রুপকথার আলোতে,
সোনালীডানায় ভর করে,
অনন্ত দিগন্তে ভেসে বেড়াই।
বরুণার ভাঙ্গা পেন্সিল অপূর্ব সোহাগে
লিখে চলে শূন্য আরণ্যকের কথা
তাতে নবজন্ম লাভ করে মেঘবাজি
সবুজ পান্নায় ফুটে উঠে রক্ত লাল শিমুল।
নীলবরষায় অচেনা অতিথি ভাস্কর, রাতের বৃষ্টির শব্দে
কোন এক রাজামশাইয়ের যুগে ফিরে যায়।
কাকশালিখচড়াইগাঙচিল এমনকি মেঘদূতও আহবান করে
হায় রূপকথার বিস্মৃত দানব তাকে ফিরতে দেয় না।
সে অমাবশ্যার চাদ হয়ে যায়
রাজর্ষী থেকে নীল সাধু হয়ে যায়।
(ভুয়া একটা কবিতা লিখেছি আপনাদের নিক নিয়ে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।