all the health news all the time
ডা:অপূর্ব পন্ডিত,৭ ফেব্রুয়ারি , ১৩: ইন্টারনেটে ফেসবুকে চ্যাটিং করে কি হয়? অযথা সময় নষ্ট আর সেক্স,ব্যাভিচার,দুর্নাম,অযথা গালাগালি এরকম অনেক কথা সময় অসময়ে শুনেছেন ব্লগাররা। এবার শাহবাগের এই বাঁধভাঙ্গা আন্দোলনের কারনে এটা অন্তত: প্রমান হলো ব্লগাররা আসলেই কিছু করতে পারেন। শুধু মুখের বুলি না,টকশোর বিশেষজ্ঞ মতামত না। পরিবর্তনের অঙ্গীকারে যারা হৃদয় মন দিতে জানে আসলেই তারা চাইলে করতে পারেন অনেক কিছু।
যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে উত্তাল আজ দেশ আর এর প্রথম আয়োজনটাই ছিল ব্লগারদের উচ্চারণ।
শাহবাগের এই আয়োজনের ফলে কি যুদ্ধপরাধীদের ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে? তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে? তৃতীয় কোন শক্তির উথ্থান? হযতো তেমন কিছুই হবে না। তবু আজ স্বাধীনতার ৪২ বছর পরও যে ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে পুরো দেশ একসাথে বলছে ‘এরা, নরপশু,ঘাতক, এদের ফাঁসি চাই’- সেটাই কম কিসে। শাহবাগ আজ হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। ছাত্র রাজনীতি যখন বিভক্ত, রাজনীতি যখন কলুষিত অন্যায় অবিচারে তখন সমাজের কিছু তরুণ আজ যে নতুনধারার কর্মসূচী শুরু করেছে তার পরিণতি যাই হোক-আমাদের মনে জেগেছে আশার আলো। দেশের এত বড় বড় রাজনৈতিক নেতৃত্ব যে আন্দোলন করতে পারেনি তরুন ব্লগাররা আজ সেটা শুরু করে দেখিয়েছে।
পুরো লিখাটি দেখতে ক্লিক করুন
http://www.amarhealth.com/bg/?p=5591 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।