স্যাগেশাস শহীদ বর্তমানে ব্লগ ও ফেইসবুকে একটি আলোচিত ব্যাপার হচ্ছে আসিফ মহিউদ্দীনের ভণ্ডামীর ফাঁস হয়ে যাওয়া। ব্লগার রুবাইয়্য়াত যুক্তি ও প্রমাণের সাথে তুলে ধরেছেন আসিফের অধিকাংশ জনপ্রিয় লেখাই চুরি (কপি-পেস্ট) করে লেখা। কিন্তু এতসব প্রমাণের সত্ত্বেও আসিফ একবারের জন্যও তার অপরাধ স্বীকার করেন নি। বরং বারবারই বলার চেষ্টা করছেন, তিনি যা করেছেন ঠিকই করেছেন। ধিক !! শত ধিক !!! এই মানবতাবাদীর। আরও খারাপ লাগে যখন দেখি, অনেকগুল শিক্ষিত (প্রকৃত শিক্ষিত কিনা তা আমার জানা নেই), সুশীল মানুষ তার এই চৌর্যবৃত্তিকে সমর্থন দিয়ে যায়। অধিকন্তু তাকে আন্তরিকভাবে অনুরোধ জানায় তার চৌর্যবৃত্তিকে চালিয়ে নেয়ার জন্য। ''চৌর্যবৃত্তিকে সমর্থন কর''- এটাই কি সুশীলদের কাছ থেকে আমাদের শিক্ষা???? ধিক্কার জানাই এইরূপ সুশীলদের !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।