জারুল ভাই আপনার অসমাপ্ত শেষ করলাম আমার ভাবনা থেকে। .। । .। ।
। .।
তুমি বদলে গিয়েও বদলে দিতে পারলে না, তোমাকে ধিক্কার জানাই.। .। .।
। ।
এবার ঢাবি গ ইউনিট এ প্রথম,আমির হোসেন নাদিম ৫টা কোচিং এ কোচিং করেছে শুধু । অন্য কোথাও না। ৫০০০০-১০০০০০ টাকায় বিক্রি হয়ে ২৫০০০-৩০০০০ স্টুডেন্ট এর স্বপ্ন নিয়ে এই ছিনিমিনি খেলা হয়তো আমরা আমলে নিচ্ছি না কিন্তু যারা আবার পরীক্ষা দেবে তারাতো আমাদের ই ভাই বোন।
নিম্নবিত্ত একটা পরিবারের সাথে এই প্রতারনার দায় তোমাকে ই নিতে হবে। এ নিয়ে অনেকের অনেক কথা থাকতে পারে ,তুমি সামান্য কয়টা টাকার কাছে কেমন নির্লজ্জ বেশ্যাদের মতন তোমাকে কেনা কত সহজ বা বিক্রী হলে??কতো টাকা লাগবে ্মুখ ফুটে শুধু বলো কতো টাকা লাগবে?আমদের খুব কস্ট হয় তোমাদের মতো মেধাবীরা কতো সহজে বেশ্যাদের মতোন বিক্রী হও.। । । বি বি এ পড়ো বলে সব কিছু এমন অর্থ দিয়ে হিসেব কর?র গালি দিবে বেশ্যা রাজনিতি কে??? এ দেশে কিচ্ছু হবে না? কিন্তু কখনো কি নিজকে বিবেকের আয়নাতে দেখেছ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।