এতো আজাইরা প্যাঁচাল পাড়লে কারো লগেই খেলমু না কিন্তু!!
"অন্ধকারে কাতরাবে তুমি যখন, Cigar এর ধোঁয়া আর বের হবে না।
রাত গভীর হবে, কিন্তু কাকেরা ঘুমাবে না।
জ্বলন্ত লাল শীতল দৃষ্টিতে তোমাকে দেখবে আড়াল থেকে।
তুমি মৃত্যুর জন্য চিৎকার করবে, নিজের করুণ পরিণতি দেখে।
উশ্ন-রক্তের কেও আসবে না তোমার নিকটে, তোমার নরক-সাথী হতে।
আমি সেদিন ও তোমার জন্য শীতল রক্ত গ্রহন করবো, তোমার কাছে এসে তোমায় ধিক্কার দিতে!"
-অকেজো
বিঃদ্রঃ এটা কি লেখসি আমি জানি না। কবিতা গদ্য নাকি ছড়া। তবে মনের মধ্যে কথা গুলো একটু সাজিয়ে লিখলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন
এবং অনুগ্রহ পূর্বক কারও কোন উপদেশ থাকলে দিবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।