এক দিনের ভাষা প্রেমিক
আজ একুশে ফেব্রুয়ারি
হতে এক গুছ্ছ লাল গোলাপ
খঁলি পায়ে এগেয়ে যাচ্ছি
শহীদ মিনারে,শ্রদ্ধা জানাবো বলে
সহসা
কে যেনো বলে ওঠে
'এতো দিন কোথায় ছিলে,
আজ কি তোবে লোক দেখাতে এলে????'
সালাম,বরকত রা আবারো বলে ওঠে
আমি নিজেকে প্রশ্ন করি
কাল যখন শুকনো পাতায়
ছেয়ে ছিলো এ প্রবিত্র প্রান্তর
তখন কোথায় ছিলে তুমি?
কাল যখন জরাজীন্নতা
ঘিরে ফেলবে এ প্রবিত্র প্রান্তরকে
তখন কোথায় থাকবে তুমি?
এ প্রশ্ন শুধু আমার না
তোমারো হওয়া উচিত ছিলো
জানাই আমাকে
সেই সাতে তোমাকেও
ধিক্কার,ধিক্কার,ধিক্কার,ধিক্কার,ধিক্কার
এক দিনের এই সমস্ত প্রমিকে।
সৌরভ_হাসান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।