আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্কার জানাই বিবেক!!! তোমাকে ধিক্কার!!!

আমার কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে। নিজামী, মুজাহিদ, গোলাম আজম বা এদের আন্ডাদের এর মা, বোন, মেয়ে একাত্তরে কোথায় ছিল? কিভাবে ছিল? জামাত-শিবিরের কোন কর্মী কি নেই যার পরিবারে কেউ নির্যাতিত হয়নি? তারা কি জানে, নির্যাতিত অধিকাংশ নারীই (৭বৎনর-৭০বৎসর) গনধর্ষনের শিকার হয়। কোন কোন নারী একরাতে শতাধিক বার পর্যন্ত ধর্ষিত হয়েছে? খাবার হিসেবে দেয়া হত পাকিস্তানী জানোয়ারদের মল-মুত্র। এভাবে মাসের পর মাস! অন্ত:সত্বা হলে নারীদের গুলি করে, জবাই করে, আগুনে পুড়িয়ে এমনকি হাত পা বেধে জিবন্ত কবর পর্যন্ত দেয়া হয়েছিল? আর এই বর্বর কাজগুলো দেশপ্রেমের এবং ধর্মের লেবাসে করত জামাত? এই অবর্ননাতীত নির্যাতনের মূল্য জাতি কি কোনদিন দিতে পারবে ?? "জাতির পতাকা আজ খামচে ধরেছে, সেই পুরোনো শকুন"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.