https://www.facebook.com/blogger.sadril দিনব্যাপী মানুষ থাকি,
সন্ধ্যায় দিগন্ত সূর্যকে গিলে নিলে অপেক্ষায় মাতি।
রাত্রি নিয়ন বাতির পাসওয়ার্ড দিয়ে আকশে লগ ইন করলে,
আমার উপর এ্যাক্টিভেটেড হয় প্রযুক্তির অভিশাপ।
বাস্তবতার মানুষ মোড়কে,
আমি পরিণত হই সাইবার বাদুড়ে।
মাউস আর কী বোর্ডের যুগলবন্দী ডানা মেলি-
উড়াল দেই সাইবার আকাশে;
ডানা ঝাপটানোর আওউয়াজ হয়ঃ খট খট খট ক্লিক ক্লিক ক্লিক।
আমার সাথে বিচরণ করে আরো অসংখ্য বাদুড়।
খট খট ক্লিক ক্লিক ডানা ঝাপটানোর শব্দে,
নিজেদের বক্তব্য পরস্পরের সাথে ছোড়াছুড়ি করি;
সেই বক্তব্যে এনক্রিপ্টেড থাকে বাদুড় থেকে মানুষ হবার তাড়না।
কারো কারো বাদুড়েপনা বাদরামীতে রুপ নেয়,
সেসব দেখে খট খট ক্লিক ক্লিক শব্দে হাসি;
আমাদের দিকে ধেয়ে আসে কিছু রক্ত চোষা ভ্যাপায়ার বাদুড়,
সাইবার আকাশের বাকে বাকে-
বাদুড় যুদ্ধ হয় ঝাকে ঝাকে।
যুদ্ধের কোলাহল শোনা যায়, খট খট ক্লিক ক্লিক।
ওদিকে গতকাল পশ্চীম দিগন্তের মুখ যে সূর্য গিলে নিয়েছিলো,
পূব দিগন্তের পশ্চাদ্দেশ দিয়ে সেই সূর্য আচমকা বেরিয়ে আসে।
কামনা করি দিগন্তের যেন কোষ্ঠকাঠিন্য হয়,
সাইবারাকাশে ডানা ঝাপটাবার আমি যেন আরেকটু সময় পাই।
দিগন্ত আমায় সেই সময় দেয় না,
কোষ্ঠরূপী হলদে সূর্য রৌদ্রের দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
বাস্তবতার আকাশে ডানা ঝাপটায় বাস্তবতার পাখিরা,
সাইবারাকাশে বাদুড়ের সংখ্যা কমে আসে।
ঘড়ির টিক টিক সাইরেন বাজিয়ে ,
বাস্তবতার নিদ্রা ডেকে চলে সাইবার জাগরণকে।
ক্লিক ক্লিক শব্দে আমি ডানা ঝাপটানো শেষ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।