আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার যুদ্ধের ইতিহাস: সমগ্র বিশ্বে ঘটে যাওয়া কছু গুরুত্বপূর্ণ বা শক্তিশালী সাইবার আক্রমণ

হতেও পারে বর্তমানে সবাই সাইবার যুদ্ধ বা হ্যাকিং নিয়ে মেতে আছে । অনেকেই হয়তো ভাবছেন এই সাইবার যুদ্ধ মানে শুধু পাল্টাপাল্টি হ্যাকিং ,কিন্তু ব্যাপারটা আসলে ঠিক সেইরকম না । একটা সাইবার অ্যাটাক প্রতিপক্ষের ভয়ংকর ক্ষতি করতে সক্ষম । আজ আপনাদের সাথে সাইবার যুদ্ধের ইতিহাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করবো। Titan Rain: Titan Rain মূলত একটি হ্যাকার গোষ্ঠীর কোড নেম , যেটা কিনা FBI কর্তৃক দেয়া।

এই গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ অনেক সংস্থা যেমন NASA , US Military , Lockheed Martin (পৃথিবীর সবথেকে বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ) তে সাইবার হামলা চালিয়েছিলো । হ্যাকিং ইতিহাসে এই হামলাটাকেই সবথেকে ভয়ংকর এবং শক্তিশালী হামলা হিসেবে ধরা হয় । এই আক্রমণের মাধ্যমে অনেক গুরুত্ব তথ্য চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় , একই সাথে কিছু ব্যাকডোর তৈরি করে রেখে যায় ,যাতে পরবর্তী আক্রমণগুলো সহজ হয় । কেউ জানেনা ঠিক কবে থেকে এই আক্রমণ শুরু হয়েছিলো , তবে এই আক্রমণ দৃষ্টিগোচর হয় ২০০৪ সালে । এখনো কেউ জানেনা ঠিক কোথা থেকে বা কারা এই আক্রমণের পিছনে ছিলও , তবে ধারনা করা এটা চাইনিজদের কাজ।

Mafia Boy: Michael Calce নামের এই হ্যাকার (যার হ্যাকিং কোড নেম mafiaboy ) ২০০০ সালের তৎকালীন বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন yahoo হ্যাক করে, একই সাথে amzon , ebay ,CNN হ্যাক করে । বিশেষজ্ঞদের মতে এই আক্রমনের ফলে ক্ষতির পরিমান ছিলো প্রায় ১.২ বিলিয়ন ডলার। যদিও এই আক্রমনের জন্য হ্যাকারকে খুব বেশী শাস্তি পেতে হয়নি , মাত্র ৮ মাসের জেল , সাথে ইন্টারনেট ব্যবহারের কিছু বিধি নিষেধ। Sony Play Station Network: এই আক্রমনের মাধ্যমে প্রায় ৭৭ মিলিয়ন প্লে স্টেশন ইউজারের আইডি ,পাসওয়ার্ড্‌ এমনকি তাদের ক্রেডিট কার্ড ও হ্যাক হয়েছিলো । ক্ষতির পরিমান প্রায় ১-২ বিলিয়ন ডলার।

Morris Worm Robert Tappan Morris নামের এক প্রোগ্রামার , সমস্ত ইন্টারনেটে ডাটার পরিমান হিসাব করার জন্য একটা প্রোগ্রাম তৈরী করতে গিয়ে ভুলক্রমে এই ভাইরাসের তৈরী করে , যা কিনা খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে থাকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে । এবং বিশ্বের প্রায় 6000 কম্পিউটার পুরোপুরি নস্ট করে ফেলে। এই অপরাধে তার তিন বছরের জেল হয় , যেটা ছিলো সাইবার অপরাধের জন্য সর্বপ্রথম শাস্তির ঘটনা। Mydoom Virus সর্বপ্রথম ২০০৪ সালে দেখা যায় , যেটা কিনা এখন পর্যন্ত ৩৯ বিলিয়ন ডলারের ক্ষতি করেছে । এর স্রস্টাকে সেটা এখনো রহস্য ।

তবে এই ভাইরাসবহন কারী প্রথম মেইল এসেছিলো রাশিয়া থেকে। The Original Logic Bomb আমার দৃষ্টিকোণ থেকে এটাই সবথেকে ভয়ংকর সাইবার হামলা। কোন মিসাইল , বিমান হামলা , বা বিস্ফোরক ছাড়াই একটি সাইবেরিয়ান গ্যাস পাইপলাইন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলো । CIA এমন কিছু কোড পাঠায় যেটা সেই গ্যাস পাইপলাইনের সিস্টেমকে সম্পূর্ণ উলট পালট করে দেয় , এবং পুরো সিস্টেম বিস্ফোরিত হয়। ঘটনার সময়কাল ১৯৮২  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.