আমাদের কথা খুঁজে নিন

   

‘ক্ষমতাসীন নেতারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে’

পরিস্থিতি ‘প্রতিকূলে যাচ্ছে’ টের পেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী-সাংসদদের মধ্যে বিভিন্ন দেশের ভিসা সংগ্রহের হিড়িক পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “খবর শুনেছি, দেশের বেহাল অবস্থা দেখে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা বিদেশে পাড়ি দিতে এখন থেকেই মাল্টিপল ভিসা নিচ্ছেন। এ খবর নাকি প্রধানমন্ত্রীও জানতে পেরেছেন। ইতিমধ্যে তিনি গোয়েন্দা সংস্থা দিয়ে এ বিষয়ে খোঁজ-খবরও নিচ্ছেন। ” নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার দাবি পূরণ না হলে পরিণতি শুভ হবে না মন্তব্য করে তিনি বলেন, “আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

তারা সংসদে নির্দলীয় সরকার পদ্ধতির বিল পাস করে এই অচলাবস্থার ইতি টানবেন। ” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপিপন্থী সংগঠন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে। কথিত ‘তৃতীয় শক্তি’ নিয়ে আওয়ামী লীগ নেতাদের অভিযোগের জবাবে বিএনপি নেতা হান্নান শাহ বলেন, “বিএনপি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ক্ষমতা পরিবর্তন চায়। বিএনপি তৃতীয় শক্তি বলে কোনো কিছুতে বিশ্বাসী নয়। তৃতীয় শক্তির সঙ্গে আঁতাত করা ইতিহাস আওয়ামী লীগেরই রয়েছে।

” শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “তাদের (বিএনপি) জন্ম সেনানিবাসে, তারা তৃতীয় শক্তির উত্থান চাইবে এটাই স্বাভাবিক। তাদের প্রকৃত উদ্দেশ্য একটি অপশক্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা। ” অন্যদিকে বর্তমান সরকার সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মন্তব্য করে হান্নান শাহ বলেন, “সরকার দ্রব্যমূল্য কমাতে পারেনি। পুঁজিবাজার, আইনশৃঙ্খলা কোনো কিছুতেই তাদের সফলতা নেই। দুর্নীতির বিস্তার ঘটেছে।

যার বড় প্রমাণ পদ্মাসেতুর নির্মাণ প্রকল্প। কাজ পাইয়ে দিতে মন্ত্রী ঘুষ নেওয়ায় বিশ্ব ব্যাংক ওই প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। ” আর এসব ব্যর্থতা ‘আড়াল করতেই’ সরকার নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে সংযোজন করেছে বলে মন্তব্য করেন হান্নান শাহ। “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এই পথ বেছে নিয়েছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না।

” অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, দলের নির্বাহী কমিটির সদস্য শাহজাদা মিয়া, হেলেন জেরিন খান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.