এতদিন ধরে জনগণ বিরোধী দলের হরতাল দেখে আসছে। এবার দেখতেছে সরকারের দলের 'হরতাল'। সরকারি দল সর্বদা জনগণের জন্য নিত্য নতুন রূপরেখা প্রয়োগ করে থাকে। ১২ মার্চ উপলক্ষ্যে এবার সরকার আমাদের জন্য নতুন কিছু প্রয়োগ করতেছে।
সরকার দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসার মহাসড়কগুলোতে যান চলাচল মোটামুটি বন্ধ করে দিয়েছে।
এমনকি ঢাকার রাস্তাতেও গাড়ি চলাচল আগের তুলনায় অনেক কমে গেছে বিএনপির মহাসমাবেশের জন্য। ঢাকার আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট গুলো বন্ধ রাখার জন্য ডিএমপি থেকে মৌখিক নির্দেশ দিয়েছে। সরকার এসব করছে বিএনপির মহাসমাবেশ সামনে রেখে। এ যেন "হাতে মারব না ভাতে মারব" নীতি। যেখানে বিএনপি প্রস্তুতি নিবে সেখানে আওয়ামী লীগও প্রস্তুতি নিচ্ছে।
সরকার কৃত্রিম এসব সংকট সৃষ্টি করে বিএনপির যত না দুর্ভোগ সৃষ্টি করছে তার থেকে জনগণের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই দলই কর্মসূচি পালন করে কিন্তু মাঝখান থেকে বলির পাঠা হয় সাধারণ জনগণ।
কি আওয়ামী লীগ কি বিএনপি;দুই দলই যত না দেশের জনগণের জন্য মহাসমাবেশ,মানবন্ধন,মিছিল করে তার থেকে বেশি করে ক্ষমতায় যাওয়ার লোভে। আর একবার ক্ষমতায় গেলে যত না জনগণের সেবা করে তার থেকে বেশি করে শোষণ।
এই দুই দলের কাছে আমরা যেন জিম্মি হয়ে আছি।
আজ সমাবেশ কাল গণমিছিল দিয়ে দিয়ে তারা জনগণের দুর্ভোগটাই বেশি বাড়ায় কখনও কমায় না। জনগণের দুর্ভোগ ছাড়া কি কোন কর্মসূচি দেয়া যায় না?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।