আমাদের কথা খুঁজে নিন

   

রুটি - স্বর্ন - ভাত

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed male: রুটি তো আর রান্না যায় না সেটাও তুমি কখনও জানো না জানতে চাও কি, রঙের ঐ নামগুলো নাকি শুধু ঐ রঙিন স্বপ্নগুলো। female: হা হা, হাসালে তুমি মনে করে দেখ আমাদের স্বপ্ন এক ছিল না, স্বর্ণের গয়না আমায় আজও দিলে না male: বান্ধবীকে নিয়েই সকল ব্যস্ততা তোমার, শান্তি চাই বলেই ফোন বিল দেখাইনি কখনও, মনে যদি রাখতে, আমার ঘাম ঝরানো দিনের কথা, তোমার জন্য অফিস ফাঁকি দিয়েও ছুটে আসা। female: হা হা, আবার হাসালে, আমাকে পাবার জন্য কতকিছু লুকিয়েছিলে তুমি, তোমার মনটাকে ভালবেসেছিলাম বলেই, আজও আছি আমি। male: তুমি আছ বলেই, শুন্য স্বপ্ন আমার, নিজের সাথে নিজের এত বোঝাপড়া, তোমায় ভালবেসেই হাতটা ধরেছিলাম, ছাড়তে চাই না, যদি শান্তি একটু পেতাম। female: তোমার বন্ধুর ঘরে, নতুন এসি চলে, আরেকজন, নতুন গাড়ি খুজছে বলে, গলায় কিছু নেই আমার, শুনছি মিছে প্রলোভন। male: আর কিছু বলো না, ৯টা বাজে, এখনও নাস্তা এলো না। অফিস দেরি হলে, রাতের ভাতটাও জুটবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।