ভাড়ার টাকায় নিজের বাড়ি! এমন শিরোনামে কোন এক রিয়েল এস্টেট কোম্পানীর বিজ্ঞাপন দেখেছিলাম কিন্তু তখন ক্রয়ের সামর্থ্য ছিলো না। এখন ভাবলে ভালো লাগে, ইসস্ যদি এমন অফার এখন দিতো। প্রতি মাসে বেতন পেয়ে বাড়ি ভাড়া মিটিয়ে আর হাতে থাকেই বা কতো? ভাড়া বাড়িতে থাকি বলে হিনমন্যতাও বেশ কাজ করে।
ভাগ্য ভালো আমার বাড়িওয়ালা আমার ছোট বোনের হাজবেন্ড! ওরা নিজেদের কেনা ফ্লাটে থাকে, আমি অবশ্য অঘোষিত বাড়িওয়ালা তবে আমার ভাড়াটা সবার আগেই দেই। ছোট বোনের বাড়িতে ভাড়া থাকার একটাই সুবিধা বাড়িওয়ালাদের অত্যাচারটা পোহাতে হয় না।
অনেকেই আছেন যারা বাড়িওয়ালার নানা অত্যাচারে অত্যাচারিত।
আমরা যারা ভাড়ার বাসায় থাকি তাদের ছোট্ট একটা সপ্ন নিজের একটা বাড়ি বা ফ্লাট! কিন্তু কোন রিয়েল এস্টেট কোম্পানী কি আমাদের কষ্ট বোঝে? তারা কি আামদের কথা কখনও ভাবে?
মোটেও না তাদের মুখে শুধু কথার ফুলঝুরি পড়ে! শহরে যাদের ফ্লাট আছে তাদের কাছেই রিয়েল এস্টেট কোম্পানী আরো ফ্লাট বিক্রয়ের অফার দিচ্ছে এবং তারা আরো কিনছে। আামদের নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই আমারা শুধু প্রতিবছর বাড়িওয়ালাদের অযৌতিক বাড়ানো দাবিকৃত ভাড়া পরিশোধ করে যাচ্ছি। মাঝে মাঝে বিরক্ত হই, ইচ্ছে হয় এ বস্তি ছেড়ে চলে যাই সবুজ, শ্যামল ঘেরা গ্রামে! যেখানে বিশাল বাড়িতে শুধু বাবা আর মা থাকেন। থাকার জায়গার অভাব নেই...
কিন্তু তাকি সম্ভব? এখানে চাকুরী, ব্যবসা তা ফেলে কি করে সম্ভব?
রিহ্যাব আমাদের কথা ভাবে না! হাত বাড়িয়েছে সাহারা
তারা গড়তে চায় এ মাতৃভুমি!
ঠিক তখনই নড়েচড়ে বসেছে উচ্চবিত্তের ফ্লাট নিমার্ণকরীদের প্রতিষ্ঠান রিহ্যাব, যাদের বিরুদ্ধে আছে নানা অনিয়মের অভিয়োগ।
নামসর্বশ্ব প্রতিষ্ঠানকে রিহ্যাবে সদস্য পদ দিয়ে দূর্নিতীগ্রস্ত রিহ্যাব।
সদস্য প্রতিষ্ঠানগুলো সময়মত ফ্লাট হস্তান্তর করে না, নিম্ন মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ইত্যাদী ইত্যাদী। এদের প্রতি কি আস্থা রাখা যায় বলুন?
গতকাল রিহ্যাব মেলার শেষ দিন ছিলো, মেলা ছিলো ঢিলেঢালা... অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের চোখে মুখে ছিলো হতাশা।
সাহারা বুঝিনা, দেশীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বুঝিনা, রিহ্যাব বুঝিনা শুধু মাথার উপর নিজের একটা ছাদ চাই...
রিহ্যাবের কর্তাদের বলছি আর প্রতিশ্রুতীর বুলি নয় এবার বাস্তবায়ন করুন ঐ সাহারা এলো বুঝি
রিহ্যাবের সেমিনারে বক্তারা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে, পড়তে পারেন কি কথার ফুলঝুড়িই না
হাজারের উপরে রিহ্যাবের সদস্য! কিন্তু মধ্যবিত্ত আর নিম্ন বিত্তদের কোন উপকারে আদৌ আসছে কি?!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।