স্থানীয় সরকার পরিষদগুলো ক্রমশ ব্যবসায়ীদের করায়ত্ত হচ্ছে বলে দাবি করেছে সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এমন মন্তব্য করে।
‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা নির্বাচিত হলেন এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। এতে সদ্য অনুষ্ঠিত চার সিটি নির্বাচনের প্রার্থী ও আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।
এতে বলা হয়, নির্বাচিত চার মেয়রের প্রত্যেকেই ব্যবসায়ী ও ওয়ার্ড কাউন্সিলরদের ৮৪ শতাংশ ব্যবসায়ী। অথচ ২০০১-এর পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ৮০ শতাংশ ছিলেন ব্যবসায়ী।
নির্বাচিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে বলা হয়, ওয়ার্ড কাউন্সিলরদের ৫১ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলরদের শিক্ষাগত যোগ্যতা আরও কম। ৬৪ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে।
গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের বিষয়ে বলা হয়, মেয়র প্রার্থীদের সাতজনের মধ্যে চারজনই উচ্চশিক্ষিত। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪৬ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পেশা-সংক্রান্ত তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনই ব্যবসায়ী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ৭০ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী।
সৈয়দ আবুল মকসুদ বলেন, গণতন্ত্রকে জবাবদিহিমূলক করার স্বার্থেই এসব তথ্য তুলে ধরা হচ্ছে। যেসব প্রার্থী জনগণকে এসব তথ্য জানানোর প্রক্রিয়া গ্রহণ করতে চান না, ধরে নিতে হবে তাঁদের মধ্যে গলদ আছে।
জাফরউল্লাহ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের এত বেশি মাত্রায় নির্বাচনে অংশ নেওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতার ফলাফল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।