সরকার আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার কথা ভাবছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ সোমবার রাজধানীর মিরপুর গোলারটেক এলাকায় মিরপুর থানা আওয়ামী লীগের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, আগামীতে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারের নির্বাচনও দলীয়ভাবে করার পরিকল্পনা রয়েছে। অচিরেই স্থানীয় সরকার আইন পরিবর্তন করে নতুন আইনের খসড়া সংসদে উত্থাপন করা হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে একটি দলের প্রার্থী অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেনো পারবে না। এক্ষেত্রে ইংল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন পাশ্চাত্য দেশের কথা উল্লেখ করেন মন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।