আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষী সোনার মান-অভিমান(ছড়া গান)

কথা ও সুর: সেবু মোস্তাফিজ তাল: ঝুমুর মায়ের কোলে দুলে দুলে আয়রে ঘুম আয়... ঘুম পাড়ানি মাসি-পিসি গেলো রে কোথায়... খোকা ঘুমায় না খুকি ঘুমায় না কেউতো আর গায় না ঘুম পাড়ানি গান ২(।।) নেইতো আর শ্লোক বলা প্রিয় কাজলা দিদি ভরাট হলো বাড়ীর পাশে পদ্ম ফোটা দিঘি (২) খোকা চিনলো না খুকি শুনলো না কাজলা দিদির পদ্ম ফোটার গান। -২ (।।) ছোট্ট সোনা খেলতে চায় না খেলার সাথী নাই খেলার মাঠে অট্টালিকা খেলতে কোথা যাই –-(২) সোনা খেলে না সোনা পড়ে না সারাটা দিন করে শুধু মান অভিমান -২ (।।) ১৪.০৬.১২ (সকাল ৮টা ৪৭মি.) মামবি-পীরগঞ্জ-রংপুর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।