চিন্তা করতে ভালবাসি। তার চেয়ে ভালবাসি ব্যস্ত থাকতে।
মা, বলোতো কোথায় পেলে তুমি এ শক্তি?
একটা জ্যান্ত মানুষকে করো গর্ভে ধারন।
মা, বলোনা কোথায় পেলে এত সহ্য ক্ষমতা?
শত কষ্টের পর আমায় দেখে বদলে যায় কষ্টের রং।
মাগো, বলোনা সত্যি করে, কোথায় পেলে এত মায়া?
এত কষ্ট দেই তবুও তা হাসি মুখে করো গ্রহন।
ওমা, বলইনা, কোথায় পেলে ওমন চাহুনী?
তোমায় দেখে দিন হয়ে যায় মধুর লগন।
মা, মাগো, বলবে একবার, কি আছে তোমার আঁচলে?
বারবার মুখ খানা ঢাকি, খানিক লাজুক মুখে।
উফ্! মা বলোইনা, কি আছে তোমার ঠোঁটে?
একটা চুমু, ঘুম পাড়িয়ে দেয় কোন সুখে।
মা, তুমি মা, তুমি আমার মা, আর কেঁদোনা।
লক্ষী মা আমার থামো এবার।
তোমার কোলে মাথা রেখে ঘুমুতে চাই,
যেথায় শান্তি রেখেছ অপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।