বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। চুপ কর সোনা মণি লক্ষী মণি পায়রা, তোমার মাথায় বেঁধে দিব ইয়া বড় টায়রা। তুমি আমার টিয়া পাখি টিয়ার মতই তুমি, তোমার জন্য ময়না এনে তার মুখেতে শিষ দেওয়াব আমি। কেমন হবে বল দেখি লক্ষী আমার,লক্ষী সোনা বোন, যাই না কেনো যেথায় আমি, তোমার জন্য পড়ে থাকে সারাটা দিন মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।