মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে প্রতিদিন মড়ার চেয়ে একদিন মড়া ভালো। রোহিঙ্গা জনগোস্টি একবারে মত রুখে দাঁড়াও। কোন আলখাল্লাধারী ফেরেশতা আর মার্কিন রনতরী তোমাদের উদ্ধারে আসবে না...। সারভাইবেল অফ দি ফিটেস্ট । পৃথিবীতে নিজের স্থান নিজেকেই তৈরি করে নিতে হয়।
নয়তো শ্রেফ মুছে যাবে।
রাখাইনদের ধারালো দা কোপে মরন না হয় ভীন দেশের ক্যাম্পে গ্লানির জীবন। এর কোন অর্থ হয়না। আত্মমর্যাদাহীনকে কেউ চায় না। যতক্ষন না নিজেরা রুখে দাঁড়াবে ততক্ষন বিশ্ব তোমাদের কথা শুনবে না।
তাড়া খাওয়া ভীত পশুর মত বাঁচার চেয়ে মানুষের মত মরে যাওয়াও ভালো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।