দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
প্রথমেই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা জাতি হিসেবে কেমন? হয়ত আপনার জবাব হবে আমরা জাতি হিসেবে ভাল,নতুবা আপনার জবাব হবে আমরা জাতি হিসেবেই খারাপ।
এবার আসা যাক যদি আমরা জাতি হিসেবে ভালই হই তবে আমাদের কেন এতো দুর্ভোগ? আমরা এমন কি অপরাধ করেছি বা আমাদের পূর্বপুরুষেরা কি অপরাধ করেছেন যে আমাদের উপর সব সময় একদল শোষক গোষ্ঠী আল্লাহ পাক চাপাইয়া দেন। আমারা ভাল হওয়া সত্ত্বেও যদি আমাদের দুর্ভোগ, লাঞ্ছনা, নির্যাতন, নিপীড়ন সইতে হয় তবে বলতে হবে আমাদের এটা দুর্ভাগ্য যা আমাদের সব সময় পিছু করে আছে।
আর যদি বলেন না ভাই আমরা জাতি হিসেবে অনেক খারাপ তাই বার বার আমরা ভুল করে আমাদের প্রতিনিধি নির্বাচন করি, যার কারণে আমাদের ভুলের মাশুলের জন্য আমাদের প্রতিনিধিরা সব সময় আমাদের শোষণ করে, নির্যাতন করে আর এটা আমরা নীরবে মেনে নেই।
এভাবেই চলবে আমাদের জীবন,আমাদের দেশ,আমাদের সমাজ। কোন কিছু ভাল ভাবার অবকাশ নাই। চলছে গাড়ি যাত্রা বাড়ী...........................।
এবার আসুন একটু নিজেদের নিয়ে ভাবি। নিজেদের একটু আত্ম-সমালোচনা করি।
আমরা কতটুকু নিচে চলে গেছি যে আমাদের আত্মসম্মান টুকুও নাই যে আমারা এক গাধার জাতিতে পরিণত হয়ে গেছি। একটি পশু ভাল মন্দ বিবেচনা করেনা, সে যা পায় তাই খায়, যা ইচ্ছা তাই করে, সেখানে খায় সেখানেই মল ত্যাগ করে। আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কি পার্থক্য আছে?
আমরা এমন এক জাতি যাদের হেফাজতে নিয়োজিত পুলিশ বাহিনী তাদেরকে ইচ্ছা মত গরু গাধার মত পিটায়, লাথি মারতে তাদের মনে কোন বাধা দেয়না। বোনদের ইজ্জত ধুলায় লুটিয়ে দিতে তাদের কোন কুণ্ঠাবোধ হয়না। হবেই বা কেন? এটা তো আমাদের পাওয়ান তাদের থেকে।
আমরা এমন এক হতভাগা জাতি যারা এমন একদল প্রতিনিধি নির্বাচন করি যাদের কাজই হচ্ছে এ জাতিকে যত পার পিছিয়ে নিয়ে যাও। তা নাহলে মানুষ যখন ভাবতেছে ২০৫০ সালে আমরা কি কি করতে পারি, ২০৫০ সালের মানুষের যাতায়াত ব্যবস্থা কি হবে, ২১০০ সালে আমাদের বিশ্ব কি কি আবিষ্কার করবে, তখন আমরা বাংলাদেশীরা ভাবতেছি কিভাবে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া যায়। কিভাবে এ জাতিকে অতীতে ফিরিয়ে নিয়ে বোকা বানিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়।
আমরা এমন এক জাতি যাদেরকে বিদেশীরা দেখলে তাদের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ইত্যাদি দুহাত দিয়ে চেপে ধরে রাখে ছিনতাইর ভয়ে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ফ্রান্স থেকে আসে।
জিজ্ঞেস করলাম ওখানে আপনাদের কদর কেমন? বাংলাদেশীদেরকে কি রকম মূল্যায়ন করে? তিনি উত্তরে উপরোক্ত কথা গুলো বললেন। সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশই আমাদেরকে ফকির আর মিসকিন হিসেবেই চিনে।
আমরা এমন এক জাতি যারা দুই নেতার পূজা ছাড়া আর কিছু ভাবতে পারেনা। আর উনারা একজন আছেন বাবা কি কি স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে, কি কি নাম পালটিয়ে বাবার নাম রাখা যায়, কিভাবে বাবার স্বপ্নের সংবিধান বাস্তবায়ন করে আজীবন ক্ষমতায় থাকা যায়, কিভাবে দেশের মানুষকে বোকা বানানো যায় ইত্যাদি ভাবনা নিয়ে।
আর আরেক জনতো আছেন স্বামীর স্বপ্ন নিয়ে, ছেলে পুলে গুলো কিভাবে আরো টাকা কামাতে পারে, বিগত সরকার যা যা করেছে তার বিপরীত করা, যা যা নাম পাল্টাচ্ছে তা সংশোধন করা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা নিয়ে।
আপনি কি মনে করেন এভাবে চলতে থাকলে আমাদের দেশ কোন দিন উন্নত হবে?
আরে বাপ / স্বামীর নামে যদি কিছু করতেই হয় তো এতিম খানা, বৃদ্ধাশ্রম ইত্যাদি কর যাতে তোমার বাপ / স্বামী কবরে একটু সওয়াব পায়। সারা দিন নাম পালটা পালটি করে কি লাভ?
ভাইরে দেশের জন্য কি আমাদের মন চায়না যে দেশটা আগাইয়া যাক। আমাদের কর্মসূচি কোথায়? প্ল্যান নেই কেন?
বিশ্বের অভিশপ্ত ইহুদী জাতি – যাদের পৃথিবীতে কোন মানচিত্র ছিল না- তার যদি দীর্ঘ প্ল্যান করে একটি মুসলিম দেশে নিজেদের দেশ গড়তে পারে তবে আমরা – আমাদের তো একটা সুন্দর দেশ আছে - কেন ভালো প্ল্যান করে পরিশ্রম করে একটি ভালো সুখময় দেশ গড়তে পারবোনা? একটি সুন্দর প্ল্যানই পারে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে। প্ল্যান ছাড়া আমরা যা করি তা হবে ফকিরের মত দিনে এনে দিনে খাওয়ার মত। কোন সরকার কি একটা ভাল প্ল্যান করছে যে দেশের প্রধান প্রধান সমস্যা গুলো বের করে তার সমাধান করা।
আসলে সমস্যাটা কোথায় আপনি কি বলতে পারেন ভাই?
সরকার আসে সরকার পালটায়, দিন আসে দিন যায়, আমরা যে ফকির সে ফকিরই রয়ে গেলাম। তাহলে দেশের সম্পত্তি কি ওদের দুদলেরই যে ওরাই সব সময় ভোগ করবে আর আমরা গাধার মত প্রতিবার ওদেরকে একটা সিগারেটের বিনিময়ে ভোট দিব? আমার কথা হলো ক্ষমতায় কে গেলো সেটা বিষয় না, তারা কি কি করলো সেটাই আমাদের বিষয়। কিন্তু বিগত বছর গুলোকে পর্যবেক্ষণ করে দেখুন আমরা ওদের থেকে কি পেলাম? স্বাধীনতার পর থেকে আমাদের মাথা পিছু আয় কতটুকু বেড়েছে বা কমেছে? আগের তুলনায় আমরা বিদ্যুৎ কতটুকু পাই? ইত্যাদি চিন্তা কি আপনার মাথায় আসেনা ভাই? তাহলে আমাদের মনে হয় আরেকটি স্বাধীনতা লাগবে। আর সেটা হলো বিবেকের স্বাধীনতা। আমরা গতানুগতিক ভাবে সরকার পাল্টাই আবার সরকার আসে, জনগণকে নিয়ে বার বার হরতাল করি, মানুষ মরে, কিন্তু ওদের কি হয়? ওরা তো এবার না পারলে আগামীতে ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুট করবে, আপনি কি পেলেন? আমার দেশ কি পেল?
আসুন আমরা নিজেরা আর বোকার স্বর্গে বাস না করে নিজেদের সম্পর্কে ভাবি, নিজের দেশ সম্পর্কে ভাবি, দেশের যাবতীয় সম্পদের হেফাজতের ব্যাপারে ভাবি, আগামী দিনের সঠিক প্রতিনিধি নির্বাচন সম্পর্কে ভাবি।
সুশিক্ষিত, দক্ষ, ন্যায়নিষ্ঠ, তরুণ প্রজন্মের কথা ভাবেন, এমন প্রতিনিধির কথা ভাবেন যারা শক্ত হাতে হাল ধরে আমাদের সোনার বাংলাকে নিয়ে যাবে উন্নতির দিকে, যারা নিজেদের পেটের কথা না ভেবে জনগণের কথা ভাববে এমন লোক নির্বাচন করুন।
বলতে পারেন ভাই এমন লোকের ভাত আমাদের দেশে নাই। তাহলে বলবো আমরা তাহলে কি সত্যিই একটা গাধার জাতি যেখানে ভালো লোকের স্থান নেই? ১৬ কোটি মানুষের মাঝে কি ৩০০/৩৫০ জনও কি ভালো লোক নাই?
হায়রে দেশ!!!!!!!!!!!! হায়রে জাতি!!!!!!!!!!!!!! হায়রে আমাদের কপাল!!!!!!!!!!!!!!
বিঃ দ্রঃ লেখাটা পরে যদি একটা লোক ও কিছুক্ষণ আমার ব্যথাটা বুঝতে পারেন তাহলেই আমার লেখাটা স্বার্থক হবে বলে মনে করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।