আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... মন ভাল করা সন্ধ্যা টুকু হয়েছে আজ গত আকাশের সেই পূর্ণ চাঁদ আছে কি আগের মত ? পাশের তারা টি আছে এখনও একাকী আজও জ্বলে শুধু নেই চাঁদ, ডুবে গেছে সে একাকী দুঃখ ভোলে। তেমনি সন্ধ্যা কত এল গেল তারা জ্বলে আকাশে চাঁদের ছিল সময় কম গেল সে আঁধারে মিশে। এতটুকু সুখ কিছু ভালোবাসা ছিল না চাঁদের জন্য মিশে গেল চাঁদ সেই দুখ নিয়ে নিজেকে ভেবে নগণ্য । দূরে থাকে তারা হবে না আপন মিটি মিটি জ্বলে আলো দুর্ভাগা চাঁদ ভেবে হয় খুশি কেউ তবু বাসে ভালো। নিজেকে চাঁদ কি যেন ভাবে যেন সূর্য সম একা ছিল চাঁদ একা থেকে গেল হল না প্রিয়তম। ২০/১১/২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।