আমাদের কথা খুঁজে নিন

   

নূপুর.........

আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন

নূপুর আমি খুব পছন্দ করি.....সবসময় এটা আমার পায়ে থাকে..... একটা ঘটনা বলি , সেদিন ছিল ইউনির্ভারসিটির থার্ড ক্লাস ,সবাই মোটামুটি নতুন,তো অংক বুঝতে ছিলাম। হঠাৎ লক্ষ করলাম আমার পাশের ছেলেগুলো একটু পর পর আমার দিকে তাকাচেছ আর কি যেন ফিসফিস করছে, ব্যাপারটা তখন বুঝলাম না,বুঝতে চেষ্টাও করলাম না...। কিছুক্ষণ পর তাদের মধ্য থেকে একটি ছেলে বলে উঠলো -হ্যালো ...আপনার নূপুর..... চেয়ে দেখী আমি হালকা পা দোলাচিছ আর ঝনঝন আওয়াজ হচেছ। তখন কারণটা বুঝতে পারলাম... ক্লাস শেষে হঠাৎ ছেলেটি এসে বললো-স্যরি..তখন আপনাকে... আমি বললাম,না না ঠিকাছে... তখন ছেলেটি বললো-নূপুরের আওয়াজ আমারও ভাললাগে কিন্তু তখন যেহেতু অংক বুঝতে ছিলাম , মনযোগটা সবার ঐখানে চলে যাচিছল...তাই আমাকেই বলতে হলো...আপনে আবার কিছু মনে করেন নি তো.....?? আরে না, অসুবিধা যেহেতু হচিছল...তো বলা ই উচিত....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।