যা হচ্ছে ভালোই হচ্ছে...যা হবে ভালোই হবে... ১৬টা!!! জ্বি হা, ১৬টা মাকড়সা খেয়েছিলাম স্পাইডার ম্যান হওয়ার জন্য।
আরে না না, বড় বড় গুলা না...ছোট ছোট যেগুলা গাছে, ঘরে থাকে ওই গুলা...
কামড় খাওয়ার চেষ্টা করি সফল না হওয়ায় এটা করতে বাধ্য হয়েছিলাম...
কেনো হই নাই?
মেলা কাহীনি...
Part-1
যে মাকড়সাটা দেখতাম খাওয়ার উপযুক্ত সেটা সোজা মুখে। আর খাওয়ার কিছুক্ষণ পর দেওয়াল বাই উঠার চেষ্টা করতাম। উঠা আর যায় না।
কিন্তু আমার তো স্পাইডার ম্যান হইতেই হবে।
খাওয়া তাই থামে না। এক সময় থামলো।
যাচ্ছিলাম ডাক্তারের কাছে। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়াই রাস্তাঘাট দেখছিলাম। রাস্তার পাশের খাম্বা গুলায় চোখ পড়লো।
কালো কালো কি কতোগুলা ঝুলছে!
‘আব্বু, কি অগুলা?
‘কারেন্টের তার।
খাইসে!! আমি তাইলে স্পাইডার ম্যান হই কেমনে?? যে পরিমাণ তার, এগুলার মধ্যে তো প্যাচ খাই যাবো। আমার জালই তো এগুলার মধ্যে দিয়ে দেওয়াল ধরার চান্স পাবে না। আরো কিছুদূর যাওয়ার পর খেয়াল করলাম রাস্তার দুইপাশে উচা বিল্ডিং একদমই নাই। সব ৬/৭/১০ তলা।
এগুলায় তো স্পাইডার ম্যান ঝুলতে পারবে না। কি হবে এখন??
বাসায় আসি সব ভাবে দেখলাম এদেশে স্পাইডার ম্যান হওয়া যাবে না। বরং টারজান হই। বিশাল সুন্দরবন আছে। হওয়া যাবে।
জামাকাপড় খুলে গামছা পড়ে লেংটীতে অভ্যস্ত হয়ার চেষ্টা করছি এমন সময় টিভির খবর কানে আসলো- সুন্দরবনে দস্যু...গাছ কাটি ফেলছে...মানুষকে গুলি করে ফেলছে...
আরে!!!টারজান হয়াও যাবে না নাকি!! ধ্যাততারিকা!
নাহ। । কিছু একটাতো হইতেই হবে...এম...আম...সাগর তো বিশাল আছে...মৎস মানব হই? হুম। এটাতে সমস্যা হওয়ার কথা না।
মাত্র ফ্রীজ থেকে মাছের লেজের টুকরা বের করেছি আইকা দিয়ে **** লাগাবো, তখনই খবরে শুনি...
(অনেক ঘুম পাইসে...বাকিটা কালকে।
) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।