আমি আপনাদের সব সময় কম্পিউটার টিপস দেব
সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন্। অনেক দিন পর টিউন করছি। তো যাই হোক আসল কথা আসি। শিরোনাম দেখে হয়ত বুঝতে পারছেন যে ভেতরে রহস্য জনক কিছু আছে। আসলে ঠিক তাই।
স্পাইডার-ম্যান কে সিনেমা আর কমিক বইয়ে কে-না পছন্দ করে। মনে মনে স্পাইডার-ম্যান হওয়ার সপ্ন লালন করে এমন মানুষের সংখ্যাও কম নেই। এবার স্পাইডার-ম্যান হতে আগ্রহী সবার জন্যই ফ্যান্টাসিকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার একটা সুযোগ বোধহয় হতে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের কর্ণেল ইউনিভারসিটির একদল গবেষক জানিয়েছেন! তারা হাতের তালু আকৃতির এমন একটি ডিভাইস তৈরী করতে যাচ্ছেন, যেটা কাঁচ, কাঠ এমনকি ইটের সঙ্গেও শক্ত ভাবে এটে থাকতে পারবে। ফলে এই ডিভাইসটা ব্যবহার করে স্পাইডার-ম্যানের মত আমরাও তর তর উঠে যেতে পারব দেয়াল বা কাঁচ বেয়ে।
এ গবেষণায় অর্থের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ আবিষ্কারকে সেনাবাহিনীর কাজে লাগানোর ইচ্ছে তাদের। যাতে করে সৈন্যরা যেকোন দেয়াল বেয়ে উঠে যেতে পারে কোন দড়ির সাহায্য ছাড়াই। প্রফেসর “পল সিনের” নেতৃত্তে কর্ণেল ইউনিভারসিটির একদল তরুণ বিজ্ঞানী এ প্রকল্পে জড়িত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।