বিশাল এক দেয়াল। দেয়ালটির কাছে গিয়ে দাঁড়ালে চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য। অনেকটা স্পাইডার ম্যানের মতই দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে অসংখ্য ছাগল।ইতালির Gran Paradiso National Park-এর বিশাল বাঁধের দেয়ালটির উচ্চতা কম করে হিসেব করলেও হাজার ফুট তো হবেই, সেখানে বিশেষ নিরাপত্তা ছাড়া মানুষের পক্ষেই আরোহণ করা অসম্ভব প্রায় অথচ এতো সহজে উঠে যাচ্ছে কিনা এক দল ছাগল!
ভাবছেন এসব ফটোশপ কিংবা প্রযুক্তির কোনো জারিজুরি? কিন্তু সত্যিকারের ঘটনা হচ্ছে ছাগলগুলো সাবলীলভাবে এই বিশাল খাড়া দেয়াল বেয়ে উপরে ওঠে এবং নিরাপদে নেমেও আসে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব দেয়ালের অপর পাশে থাকা সাগরের লবণাক্ত জলবায়ুর প্রভাবে দেয়ালের গায়ে প্রচুর খনিজ লবণ লেগে থাকে যা এসব আরোহণকারী ছাগলের স্বাস্থ্যের জন্য দরকারী। নিজেদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ এবং দেয়ালের গায়ে আগাছা লতা-পাতা খেতেই এসব ছাগল এই বিপদজনক কাজ করে থাকে। এভাবে দীর্ঘদিন ধরে আরোহণ করার ফলে এসব ছাগল এবং তাদের ছানাদের এক ধরনের অভিজ্ঞতা এবং বিবর্তন হয়ে গেছে। তাই তাদের জন্য এটা কোন দুঃসাধ্যকর কাজ নয়। ছাগলের পাল বিশাল দেয়ালের উপর থেকে নিচে সবখানে নিরাপদেই বিচরণ করতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।