আমাদের কথা খুঁজে নিন

   

গবেষনা: সব কিছুই বদলে যাচ্ছে!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ আগে জানতাম বেশী ঘুমোলে মোটা হয়। নতুন গবেষনায় জানা গেছে বেশী ঘূমোলে মানুষ পাতলা হয়! আগে জানতাম, দিনে কমপক্ষে ৬/৭ গ্লাস পানি পান করতে হয়। আর এখন জানি, পানি পান না করলেও চলে! গতরাতে সিবিসি নিউজ চ্যানেলে জানলাম, পানি পান না করলেও চলে। কারন ফলমূল, শাকশব্জি, চাল ডাল আলু বেগুন সব কিছূর মধ্যেই প্রচুর পরিমানে পানি থাকে। এমনকি রুটির মধ্যেও পানি আছে! যদি আপনি পিপাসার্ত না হোন তাহলে পানি পানের কোন প্রয়োজন নেই। পিপাসার্ত হলে পানি পান করুন। বিশুদ্ধ পানির মধ্যে ক্ষতিকর কিছুই নেই, না ফ্যাট, না সুগার অথবা কোলেস্টরল। সুতরাং মন চাইলে বেশী বেশী পানি পান করতে পারেন যদি ঘাম এবং প্রসাবের অত্যাচার ভালো লাগে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.