ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
শত শত সায়েন্টিফিক পেপার পড়ে সেগুলো থেকে টুকেটাকে নোট করে, তারপর গুছিয়ে গাছিয়ে একটা পেপার লিখতে হয়। একাজে সাহায্য করতে পারে এমন একটা সফটওয়্যার যেটা নীচের দরকারী কাজগুলো করতে পারবে।
[গাঢ়]রিসার্চ পেপার ম্যানেজমেন্টের দরকারী কাজ[/গাঢ়]
1। পেপার খুঁজে বের করতে সাহায্য করবে
2। পেপারের সফটকপি সেভ করে রাখবে
3।
পেপারের উপর নোট টুকে রাখতে সাহায্য করবে
4। বিবলিওগ্রাফিক লিস্ট তৈরী করতে সাহায্য করবে, ল্যাটেক্স এবং ওয়ার্ডের জন্য
5। বিভিন্ন ফরমেট অনুযায়ী রেফারেনস তৈরী করে দেবে
বিবলিওগ্রাফিক লিস্ট তৈরীর জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে Write-N-Cite নামে Refworks কোম্পানীর একটা সফটওয়্যার দেয়। আরো কয়েকটা কমাশিয়াল সফটওয়্যার -
[গাঢ়]কমাশির্য়াল সমাধান[/গাঢ়]
1। [link|http://www.procite.com/|
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।