আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ ছেলেমেয়েরা নাচল, বোবা-বধির ছেলেমেয়েরা গাইল

অন্ধ ছেলেমেয়েরা একটার পর একটা নাচল, বোবা-বধির ছেলেমেয়েরা গাইল এবং অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজাল। মনোগ্রাহী এক অদ্ভুত কোরিওগ্রাফি এন্ড কম্পোজিশন, দেখলাম-শুনলাম, শিল্পকলা একাডেমিতে। এরা এসেছে মহাপ্রাচীরের দেশ থেকে। এটা ছিল Famous Chinese Cultural Show Of Beauty and Humanity= My dream. সত্যি, অনুষ্ঠানটা খুব ভালো লাগল। সবচেয়ে বেশি জনসংখ্যার ( পৌনে দুশো কোটি) দেশের প্রায় ৫০ জন প্রতিবন্ধি ছেলেমেয়েকে নিয়ে গড়া এই দল। পুরো অডিয়েন্স মুগ্ধতায় আচ্ছন্ন হলো। আমাদের দেশের প্রতিবন্ধি ছেলেমেয়েদের সৃজনশীলতা নিয়ে আমরা কখনো ভেবেছি কিছু? একধরনের সুক্ষ অবহেলা ছাড়া আর কিছু কি দিয়েছি আমরা? আজ, চাইনিজ প্রতিবন্ধি ছেলেমেয়েদের পারফর্মেন্স দেখতে দেখতে মনে হচ্ছিল, মণ্চে অনেক রাজহাঁস, অনেক পাখি, অনেক প্রজাপতি ডানা মেলে দিয়েছে। একবার দেখলাম, মণ্চের আলো অনেক কমিয়ে দিয়ে ওরা সব্বাই এক থোকা জোনাকি হযে উঠল। ভালো না লেগে কোনো উপায় নেই... আমাদের দেশের প্রতিবন্ধি ছেলেমেযেদের লেখাপড়া শিখিয়ে, কবে যে আমরা এদের সৃজনশীলতার দিকে নজর দিতে পারব...সেই চিন্তা মাথায় নিয়ে ঘরে ফিরলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।