সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া । স্বর্গীয় মৃত্তিকার চামড়া ছিলে, আমরা নিঃশব্দ তলোয়ারের ঝনঝনানি শুনি, দমকা হাওয়ার তীব্র গতিবেগে, এই ধরণীর ভূমধ্য তলে ভেসে আসা, পিকাসার ছবির আর্তনাদের ধবনি বাজে, মরমা সভ্যতার শতাব্দীর আড়ালে। বহতা পুরাতন মৃত নদীর বুক চিড়ে শিলাপাত, যবনিকার মৃত্যু আনন্দ, এ যেন কীর্তনখোলার ছন্দ পতন উৎসব। ধূমকেতুর পানে চেয়ে থাকা জ্বল জ্বল চোখের অগ্নিপাত, শাহনামার প্রতিটি চরনে জমে থাকা ধূলির আস্তরণ, বিরাশা কন্যার পানে পাহাড়িকার শীতল শিহরণ, মনে জেগে উঠে, কঙ্কালের স্তুপে ক্ষয়ে যাওয়া বুলেটের ক্ষত। তবু আজ, সরিষার ক্ষেতে ইঊক্লিপিডাসদের স্বপ্ন চরন। জাগতিক এ বেঁচে থাকার মাঝেও, চন্দ্রমা রাতের সিক্ততায় আঁধার বিসর্জন। আঁর্কিমিডিসের সূত্রের তয় খন্ডন, জীবন নামের ত্রিমাত্রিক মায়া জালের ছায়া বিচরণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।