সূর্য মাথার ওপর উঠে যাবার পর বেরিয়েছিলাম আজকে। তাই গরম কাপড় নিয়ে যাইনি। কিন্তু বিকালে যখন অফিস থেকে বেরোলাম টের পেলাম বাতাসটা বেশ ঠান্ডা। বাস কখন আসবে, বাসে সিট পাবো কিনা ভাবতে ভাবতে রাস্তা পার হলাম। তখনই একটা বাস চলে আসলো।
আর সামনের দিকে একটা সিটও পেয়ে গেলাম। এসি বাসে ইঞ্জিনের একটানা গুঞ্জন ছাড়া বাইরের কোলাহল খুব একটা পাওয়া যাচ্ছিল না।
সূর্য ডুবি ডুবি। ম্লান হয়ে গেছে আলো। গ্লাসের বাইরে সেটা আরো ঝাপসা দেখাচ্ছে।
কেমন বর্ণহীন, ধূসর। গান শুনছিলাম..........."কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে/আমার হয়েছে কোনটা/জানে না এই মনটা!"
http://www.youtube.com/watch?v=pHG2XVFVVhA
সত্যি, কোনটা হয়েছিল আমার? কতটুকু ভুল ছিল আমার? যে ভুলের মাশুল আজও দিচ্ছি। যে ভুলের হিসাবের খাতায় শুধুই গড়মিল। যে ভুল আমার পৃথিবীকে বর্ণহীন করেছে।
সিগনাল পড়ল রোকেয়া স্মরণীতে।
ঝাকি খেয়ে থেমে গেল বাসটা। ঝাকি খেয়ে ভেঙে গেল ভাবনার জাল। উল্টোদিক থেকে একটা ভ্যান আসছে, বোঝাই হয়ে আছে কাগজের ফুলে। কত রঙের যে ফুল ভর্তি ভর্তি ভ্যানটা! হলুদ, গোলাপী, সবুজ, লাল, নীল.......একটা হাওয়াই মিঠাইওয়ালা ঘুরে ঘুরে হাওয়াই মিঠাই বিক্রি করছে, তার হাতের লাঠিটায় অনেক রঙের হাওয়াই মিঠাই.........একজনের হাতে দেখলাম ঝাড়ন, কত উজ্জ্বল তাদের রঙ! পৃথিবীটা এখনো কত রঙিন।
ভাল লাগছে না।
গত কয়দিন ধরে মনটা ভীষণ অস্থির। কি যে হয়েছে! এক মূহুর্ত স্থির থাকতে পারছি না, স্বস্তি পাচ্ছি না মনে।
.............................তুম হো তোহ গা তা হ্যায় দিল তুম নেহি তোহ গীত কাহা........তুম হো তোহ হ্যায় সব হাসিল তুম নেহি তোহ কেয়া হ্যায় ইহাহ...............................তুম কো হ্যায় মাঙতি ইয়ে জিন্দেগি.......................
http://www.youtube.com/watch?v=sWsAaVC5nyk
কোন একজনের জন্য কেন জীবন থমকে যাবে, কেন স্বপ্ন ভেঙে যাবে, কেন আলো নিভে যাবে? মেলে না, কিছুতেই হিসাব মেলে না! ভাল লাগে না.......কিছুতেই ভাল লাগে না। দিন কিভাবে চলে যায়! যা অসম্ভব ভাবতাম এখন কত সহজেই না তাতে মানিয়ে নিয়েছি। চলছি যন্ত্রের মতন।
স্বপ্নহীন, হাসি নেই, আলো নেই।
আলো নিভে গেছে দিনের। ফ্লাইওভার দিয়ে বাসটা নামছে। সামনে তিন সারি আলো। মাঝখান দিয়ে হলুদ আলোর দুটো লাইন, বামপাশের লাল আলোগুলো নাচতে নাচতে দূরে চলে যাচ্ছে আর ডানপাশের সাদা আলোগুলো উঠে আসছে উপরে।
অনেক দূরে একটা সবুজ আলো। রাতের ঢাকা জেগে উঠেছে। সাইনবোর্ডে, বিলবোর্ডে কত রঙের আলোই না জ্বলছে!
শীত লাগছে। ধুর, কেন যে একটা শাল নিয়ে এলাম না! নিষ্প্রাণ চোখে দেখতে দেখতে যাচ্ছি। আজকের দিনটা যেন কেমন।
কিছুই ভাল লাগাতে পারছি না। এত চেষ্টা করলাম সারাদিন ধরে! আমি বোধহয় মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি।
রাস্তার মাঝখান দিয়ে রঙিন সব ফ্ল্যাগ লাগিয়েছে। একটু পর পর......লাল-সবুজ-হলুদ-বেগুনী-লাল......সবুজ-বেগুনী-হলুদ-লাল-সবুজ......হলুদ-লাল-সবুজ-বেগুনী-হলুদ........দিনের আলো নিভে গেছে পুরোপুরি। ছায়া ছায়া গাড়িগুলো ছুটে যাচ্ছে দূরে দূরে........সবুজ গাছগুলো কালচে হয়ে গেছে......অন্ধকার আকাশের বুক চিড়ে উড়ে গেলো একটা উড়োজাহাজ......বাতি জ্বলছে তার পেটে.......
........................I am all alone……………Don’t let me die, I am losing my mind……Baby just give me a sign………And now that you’re gone…………….I wanna be with you………..And now I cant go on……..I wanna be with you…
Click This Link
এতটুকুই তো শুধু চেয়েছিলাম..........খুব বেশি কি ছিল চাওয়াটা? ছায়া ছায়া মন ভীষণ অস্থির হয়ে আছে।
কিছুই ভাল লাগছে না। ছুটে যাচ্ছে উদ্দেশ্যহীন। কোথায়........কে জানে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।