এই বারের গল্পটা আমার মুভি থিয়েটার নিয়ে। বাসায় তো অনেক মুভি দেখা হয় কিন্তু থিয়েটারে বসে মুভি দেখা সেতো অনেক মজা, যদি সে হয় আবার নতুন সব টেকনোলজিতে । এখন বেশীর ভাগ মুভি আসছে with 3D and iMax HD version. থ্রি ডি টেকনোলজিতে কম বেশী সবাই পরিচিত কিন্তু আমি আলোচনা করব ইমাক্স নিয়ে। বর্তমান মার্চ ২০১১ পর্যন্ত ৫২৮ ইমাক্স থিয়েটার আছে মোট ৪৬ টি দেশে। "IMAX is a motion picture film format and a set of proprietary cinema projection standards created by the Canadian company IMAX Corporation. IMAX has the capacity to record and display images of far greater size and resolution than conventional film systems. The increased resolution allows the audience to be much closer to the screen; typically all rows are within one screen height; conventional theatre seating runs 8 to 12 screen heights. Also, the rows of seats are set at a ste ep angle (up to 30° in some domed theatres) so that the audience is facing the screen directly.A standard IMAX screen is (72 × 52.8 ft), but can be larger. The world's largest cinema screen (a 15/70 mm IMAX) is the LG IMAX Theatre in Sydney, Australia. It is approximately eight stories high, with dimensions of (117.2 × 96.5 ft) and covers an area of more than (10,930 sq ft). The largest digital IMAX screen, almost 100 feet wide, is located at the Warren Theatres in Wichita, Kansas, USA." এই তথ্য গুলো wikipedia থেকে নেওয়া। আমরা এর আগে resolution শব্দটি ব্যবহার করতাম কম্পিউটারে মনিটরের জন্য, তারপর সেটা ব্যবহার হল টেলিভিশন এর ক্ষেত্রে, এখন resolution শব্দটি ব্যবহার হচ্ছে মুভি থিয়েটারে। এক কথাতে বলতে পারি যে, iMax টেকনোলজি এমন একটি সিস্টেম যা পর্দার ছবিকে করে আরও জীবন্ত এবং তার সাথে থাকে Cystal clear sound. আগামী এপ্রিল এর যে কোন সপ্তাহে টাইটানিক মুভি আবার নতুন করে মুক্তি পাচ্ছে 3D with iMax version. আজকাল ইন্ডিয়ান মুভিও আমেরিকাতে মুক্তি পাচ্ছে 3D version with very good sound quality নিয়ে। এরপর আলোচনা করি আমেরিকার ফিল্ম এর Rating সিস্টেম নিয়ে: G- General Audiences, All ages admitted PG- Parental Guidance Suggested, Some material may not be suitable for children PG-13- Parents Strongly Cautioned, Some material may be inappropriate for children under 13 R- Restricted, Under 17 requires accompanying parent or adult guardian NC-17- No One 17 and Under Admitted এই Rating system ফলো করেই সবাইকে টিকেট কাটতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।