আমাদের কথা খুঁজে নিন

   

জনতা জাগবেই

তারুণ্যের অগ্নি শিখা জ্বালিয়ে হও অগুয়ান হে নওজোয়ান ; ন্যায়ের তরবারির ঝলকানিতে বন্ধ করো অত্যাচারীর নিপীড়ন। নিপীড়িত জনতার অশ্রুজল মুছতে হবে,হে অগ্নি তরুণ; অধিকারের স্বাধীনতা আবার আনতে হবে,চালাও চরণ। জনতার সরলতায় লুঠপাট বন্ধ করো,হে দস্যু, লুটেরা; নরপশুর হিস্রতার থাবা চিরতরে ভেঙ্গে দাও,জাতির সবুজেরা। মানব হৃদয়ে হিংস্রতার বিষাক্ততা মুছে দাও হে তরুণ; পাশবিকতার ধারালো দাঁত ভেঙ্গে দাও হে অরুণ। নরপিশাচের ঘোড়ার খুরে ক্ষতবিক্ষত অসহায়ের বুক; মাতা-পিতা হারিয়ে সন্তানের ভিজে উঠছে, নিত্য চোখ। সন্তান হারা মায়ের আর্তনাদে দিশেহারা আজ মানবতা; সেবার নামে এসব কী,চাপাবাজি! পিষছে মানুষ,বারছে দৈন্যতা। বেলা শেষ হয়ে এলো,জাগ্রত হও, হে অজেয়, অগ্নি পুরুষ; খোলা তরবারিতে,খুলে দাও ভন্ড,উৎপীড়কের মুখোশ। ওরা অসহায়, ওরা আঁখি জলে চেয়ে আছে তোমার পানে; আপনজন হারানোর যন্ত্রণা জেগে উঠে বুকে ক্ষণে ক্ষণে...!! আজ অধিকারের টুঁটি চেপে ধরে আছে,ওরা হিংস্র পশু; বাঁচতে হবে, বাঁচাতে হবে মুক্তি্র দূত হয়ে এগিয়ে এসো। ------------ জুন-৫, ২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।