https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg
পাকিস্তানে পুলিশের গুলিতে যখন নির্বিচারে একজন মানুষ মারা গিয়েছিল সেই ভিডিও ক্লিপ দেখে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব নিন্দা জানিয়েছিল। প্রতিবাদী কন্ঠস্বর জেগে উঠেছিল। প্রশ্ন উঠেছিল পাকিস্তানের আইন-শৃংখলার অবনতি নিয়ে।
ভারতে যখন বাসে তরুনী ধর্ষিত হয়েছিল ঠিক একই কাণ্ড ঘটেছিল। সেদেশের জনগন সরকারকে মাফ চাইতে বাধ্য করেছিল।
কিন্তু বাংলাদেশে যখন সরকারই পুলিশ দিয়ে শত শত নিরিহ লোক হত্যা করে তখন বিপ্লবী জনতা মুখে ষাড়ের লাগাম পড়ে চুপ করে থাকে।
বাংলাদেশে যখন ছাত্রলীগ নামধারী সোনার ছেলেরা ঠিক একই কায়দায় ধর্ষন করে, তখনো জনতা চুপ।
বাংলাদেশে যখন প্রকাশ্য অস্ত্র হাতে যুবলীগের সন্ত্রাসীদের মহড়া চলে, আমরা আমজনতা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। কিছু বলার সাহস হয়না আমাদের।
এর কারণ কী কে বলবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।